১.
২.
ধাপ-১
মনে করি, NH4OH এবং NH4Cl দ্বারা ক্ষারীয় একটি বাফার তৈরি আছে। সাম্যাবস্থায় দ্রবণে OH–, NH4+ এবং Cl– উপস্থিত থাকবে যা দ্রবণের উপাদান NH4OH এর আংশিক এবং NH4Cl সম্পূর্ণ আয়নিত হতে উৎপন্ন।
NH4OH ↔ NH4+ + OH–
NH4Cl → NH4+ + Cl–
ধাপ-২
সামান্য এসিড যোগ করলে: মিশ্রণে সামান্য পরিমাণ এসিড যোগ করলে এসিড হতে উৎপন্ন H+ বাফার দ্রবণের OH– এর সাথে বিক্রিয়া করে মৃদু তড়িৎ বিশ্লেষ্য H2O উৎপন্ন করে যা পরে আয়নিত হয় না । কিন্তু এর ফলে দ্রবণ OH– এর ঘাটতি দেখা দেয়, এই আয়নের OH– ঘাটতি পূরণের জন্য অবশিষ্ট দুর্বল ক্ষারের বিয়োজন বিক্রিয়াটির সাম্যবস্থা ডান দিকে অগ্রসর লা-শাতেলিয়ার নীতি অনুসারে OH– এর ঘাটতি পূরণ করে । এর ফলে দ্রবনটির pH মানের তেমন কোনো পরিবর্তন হয় না।
H+ + OH– → H2O
অবশিষ্ট, NH4OH ↔ NH4+ + OH–
ধাপ-৩
সামান্য ক্ষার যোগ করলে: বাফার দ্রবণের সামান্য পরিমাণ তীব্র ক্ষার যোগ করলে ক্ষার থেকে উৎপন্ন OH– আয়ন বাফার দ্রবণের NH4+ এর সাথে বিক্রিয়া করে মৃদু তড়িৎ বিশ্লেষ্য NH4OH উৎপন্ন করে। এটি আর বিভাজিত হয় না আর তাই মিশ্রণে pH মানের তেমন কোনো পরিবর্তন হয় না।
NH4OH ↔ NH4+ + OH–
তাই মিশ্রণটিতে সামান্য পরিমাণ তীব্র এসিড বা ক্ষার যোগ করলেও মিশ্রণের pH মানের কোনো পরিবর্তন হয় না গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো।