কেলাস-পানি কী? CuSO4.5H2O কেলাসের গঠন এবং (CuSO4.5H2O) ওপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা আলোচনা।

প্রশ্ন:১. কেলাস-পানি কী ? CuSO4.5H2O কেলাসের গঠন ব্যাখ্যা করো।

যে সব অজৈব লবণের কেলাস গঠনে নির্দিষ্ট সংখ্যক পানি অণু সন্নিবেশ বন্ধন ও H-বন্ধন দ্বারা যথাক্রমে ক্যাটায়ন ও অ্যানায়নের সাথে যুক্ত থেকে নির্দিষ্ট আকারের কেলাস গঠন করে; সেই সব পানি অণুকে ঐ কেলাসের কেলাস-পানি (water of crystalligation) বলা হয়। যেমন: ব্ল-ভিট্রিওল (blue vitriol) বা নীল বর্ণের তুঁতে (CuSO4.5H2O)।

ব্লু-ভিট্রিওলের কেলাস-ল্যাটিসে 4টি H2O অণু Cu2+ আয়নের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা এবং পঞ্চম H2O অণটি কেন্দ্রীয়ভাবে একদিকে SO42- আয়নের সাথে 2 টি H-বন্ধন দ্বারা এবং অপরদিকে Cu2+ আয়নের সাথে সন্নিবেশ বন্ধনে যুক্ত 2 টি H2O অণুসহ 2 টি H বন্ধনসহকারে মোট 4টি H বন্ধনে আবদ্ধ থাকে।

[CuSO4.5H2O এর মধ্যে (i) সমযোজী বন্ধন 12 টি (ii) সন্নিবেশ সমযোজী বন্ধন 6 টি (iii) আয়নিক বন্ধন 2 টি ও (iv) হাইড্রোজেন বন্ধন 4 টি]

প্রশ্ন:২.  blue vitriol এর (CuSO4.5H2O) ওপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো।

blue vitriol (CuSO4.5H2O) কে উত্তপ্ত করলে ১ম ধাপে 63 0C তাপমাত্রায় Cu2+ সহ সন্নিবেশ বন্ধনে আবদ্ধ ১টি H2O মুক্ত হয়; ২য় ধাপে 109 0C তাপমাত্রায় Cu2+ এর অপর 2টি H2O মুক্ত হয়ে হালকা নীলাভ সাদা বর্ণের কপার (II)

সালফেট মনোহাইড্রেট (CuSO4.5H2O) কেলাস তৈরি হয়। এক্ষেত্রে একক পানি অণুটি Cu2+ আয়নের সাথে 2টি সন্নিবেশ বন্ধন এবং SO42-  আয়নের সাথে 2টি H-বন্ধন দ্বারা আবদ্ধ থেকে কেলাস গঠন স্থির রাখে। তখন কেলাসের গঠন রক্ষাকারী পানি অণুকে সংশ্লিষ্ট কেলাসের গঠন-পানি’ (Water of constitution) বলে। এরপর 200 0C তাপমাত্রায় ঐ কেলাসের গঠন পানি অণুটি বিমুক্ত হয়ে কেলাসের গঠন সম্পূর্ণ নষ্ট ও সাদা বর্ণের নিরুদিত CuSO4 এর পাউডার উৎপন্ন হয়। এরপর 650 0C তাপমাত্রায় CuSO4 অণু বিয়োজিত হয়ে কালো বর্ণের CuO ও SO3 গ্যাস উৎপন্ন করে।

Leave a Reply