অনুধাবনমূলক প্রশ্নের উত্তর

প্রশ্নঘূর্ণিঝড়ের প্রধান কারণ কী?

উত্তর: ক্রান্তীয় অঞ্চলের বা নাতিশীতোষ্ণ  অঞ্চলের স্বল্প পরিসর স্থানের বায়ু হঠাৎ খুব বেশি উত্তপ্ত হলে এক গভীরে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন পার্শ্ববর্তী অঞ্চলের অপেক্ষাকৃত শীতল ও ভারী বায়ু পাক খেতে খেতে কুণ্ডলীর আকারে এই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। নিম্নচাপ অঞলে পৌছে বায়ু গরম ও উর্ধ্বমুখী হয়। এই ধরনের কেন্দ্রমুখী ও উর্ধ্বমুখী কুণ্ডলী আকারে আবর্তিত বায়ুর কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।

Leave a Reply