প্রশ্ন: CFC কী? এর বৈশিষ্ট্য লিখ।
উত্তর: মিথেনে ও ইথেনের ফ্লোরিন ও ক্লোরিন জাতকসমূহকে CFC বলে । CFC গ্যাসের বাণিজ্যিক নাম ফ্রিয়ন । এদের মধ্যে ফ্রিয়ন -11 (CCl3F), ফ্রিয়ন -12 (CCl2 F2) এবং ফ্রিয়ন-114 (CCIF2 – CClF2) উল্লেযোগ্য। CHClF2 – HCFC-22, হ্যালোন -1211 (CF2BrC), হ্যালোন-1301 (CF3Br)
বৈশিষ্ট্য :
CFC নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, গন্ধহীন, অদাহ্য, নিষ্ক্রিয়, পানিতে অদ্রবণীয় এবং অবিষাক্ত। CFC এর সবচেয়ে বড়গুণ হলো এর স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার কাছাকাছি হওয়ায় সামান্য চাপে একে তরলে পরিণত করে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়।
যেমন: CFC-11 (CCl3F) এবং CFC-12 (CCl2 F2) এর স্ফুটনাঙ্ক যথাক্রমে 24°C এবং 30°C।
প্রশ্ন: CFC-12 ও CFC-11 এর উৎপাদনের মূলনীতি লিখ।
উত্তর:
CCl4 এবং HF এর মিশ্রণকে SbCl5 এর উপস্থিতিতে বিক্রিয়া করালে CFC-12 উৎপন্ন হয়।

CFC-11 এবং CFC-12 এর একত্রে উৎপাদন: CCl4 এবং HF কে (C + FeCl2) এর উপস্থিতিতে 300°C উত্তপ্ত করলে CFC-11 এবং CFC-12 পাওয়া যায়।

প্রশ্ন: CFC এর ব্যবহারসমূহ লিখ।
উত্তর:
১. কীটনাশক ও পোকামাকড় দমনের জন্য বিষাক্ত দ্রবণ তৈরিতে দ্রাবক হিসেবে CFC ব্যবহার করা হয়।
২. শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে ব্যবহৃত ইনহেলার, মেডিক্যাল স্প্রে প্রভৃতি ক্ষেত্রে CFC ব্যবহার করা হয়।
৩, সার্জিক্যাল যন্ত্রপাতি পরিষ্কারকরণে CFC ব্যবহার করা হয়।
৪. CFC এর ফুটনাঙ্ক কম হওয়ায় বিভিন্ন ধরনের রেফ্রিজারেশন এবং শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থায় ব্যবহার করা হয়।
৫. অগ্নিনির্বাপক যন্ত্রে CFC যৌগের ব্যবহার রয়েছে।
CFC যৌগের সংকেত হতে যৌগের নামকরণের নিয়ম :
(i) যৌগের অণুতে কার্বন পরমাণু সংখ্যা –1 = X
(ii) যৌগের অণুতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা + 1 = Y
(iii) যৌগের অণুতে উপস্থিত F পরমাণু সংখ্যা = Z .
(iii) কার্বন-কার্বন দ্বিবন্ধনের সংখ্যা
CFC যৌগের সঠিক নাম হলো, CFC – XYZ
উদাহরণ : Cl3CCF3 যৌগের ক্ষেত্রে
X = 2 – 1 = 1,
Y = 0 + 1 = 1
এবং Z = 3
যৌগটির নাম হলো, CFC-113
CFC যৌগের কোড থেকে যৌগের সংকেত নির্ণয়ের নিয়ম :-
(i) CFC এর পাশে প্রদত্ত সংখ্যাগুলোকে ডানদিক হতে বাম দিকে পড়তে হয়। ডান দিকের এককের ঘরের সংখ্যাটি ফ্লোরিনের সংখ্যা।
(ii) দশকের ঘরের সংখ্যাটি হলো হাইড্রোজেন পরমাণু সংখ্যা +1 ।
(i) শতকের ঘরের সংখ্যা হলো কার্বন সংখ্যা -1 এবং কার্বনের বাকি বন্ধনগুলো Cl দ্বারা পূর্ণ হবে।
উদাহরণ : CFC-1 14 যৌগের ক্ষেত্রে,
ফ্লোরিনের সংখ্যা হলো = 4
হাইড্রোজেন পরমাণু সংখ্যা +1 = 1
বা, হাইড্রোজেন পরমাণু সংখ্যা = 1 – 1 = 0
কার্বন সংখ্যা -1 = 1
বা, কার্বন সংখ্যা = 1+ 1 = 2
যৌগটির সংকেত হলো :-

শিক্ষার্থীর কাজ:-
(i) CFC-141, CFC – 115, CFC-111 এর রাসায়নিক সংকেত লেখ ।
(ii) CHCIF – CHCIF, CH2C – CCIF2, CH3 – CHCIF, CCIF2, – CC2F যৌগগুলোর নাম লেখ।