সাধারণত, স্থির তাপমাত্রায় যে কোন উভয়মুখী বিক্রিয়ার সাম্যাঙ্কের মান (Kc ও Kp) স্থির থাকে। কিন্তু তাপমাত্রা পরিবার করলে সাম্যাবস্থার মত সাম্য ধ্রুবকের মানও পরিবর্তিত হয়। তাপমাত্রার উপর সাম্য ধ্রুবকের নির্ভরশীলতা ভ্যান্ট সমীকরণের মাধ্যমে জানা যায়। সমীকরণটি হল –


উভমুখী তাপোৎপাদী সাম্যবিক্রিয়ার ক্ষেত্রে,
ক্ষেত্রে বিক্রিয়ার নতুন সাম্যাবস্থায়
১. তাপমাত্রা বাড়ালে তাপোৎপাদী সাম্যবিক্রিয়ার-
ক. উৎপাদনের পরিমাণ কমে যায়।
খ. বিক্রিয়কের পরিমাণ বেড়ে যায়।
গ. সাম্যধ্রুবকের মান কমে যায়।
২. তাপমাত্রা কমালে তাপোৎপাদী সাম্য বিক্রিয়ার-
ক্ষেত্রে বিক্রিয়ার নতুন সাম্যাবস্থায়
ক. উৎপাদের পরিমাণ বেড়ে যায়।
খ. বিক্রিয়কের পরিমাণ কমে যায়।
গ. সাম্য ধ্রুবকের মান বেড়ে যায়।
উভমুখী তাপহারী সাম্যবিক্রিয়ার ক্ষেত্রে,
ক্ষেত্রে বিক্রিয়ার নতুন সাম্যাবস্থায়
১. তাপমাত্রা বাড়ালে তাপোৎপাদী সাম্যবিক্রিয়ার-
ক. উৎপাদের পরিমাণ বেড়ে যায়।
খ. বিক্রিয়কের পরিমাণ কমে যায়।
গ. সাম্যধ্রুবকের মান বেড়ে যায়।
২. তাপমাত্রা কমালে তাপোৎপাদী সাম্য বিক্রিয়ার-
ক. উৎপাদের পরিমাণ কমে যায়।
খ. বিক্রিয়কের পরিমাণ বেড়ে যায়। গ. সাম্যধ্রুবকের মান কমে যায়।