বায়ু দূষণ নিয়ন্ত্রণ:

তিনটি  কৌশল দ্বারা সজেই বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

ক. প্রভাবকীয় রূপান্তর কৌশল (Mechanism of Catalytic Converter)

খ. দ্রবীভূতকরণ কৌশল (Scrubbers Technique)

গ. সূক্ষ ছাকনি কৌশল (Micro Filtration Technique)

নিম্নে কৌশল তিনটির বিস্তারিত আলোচনা করা হল।

ক. প্রভাবকীয় রূপান্তর কৌশল :

এ কৌশলে Ni, Pt, Pd ইত্যাদি প্রভাবকের উপস্থিতিতে কতিপয় গ্যাসীয় এবং বাস্পীয় দূষক নিয়ন্ত্রণ করা হয়। যেমন: যে সকল উৎস থেকে নাইট্রোজেনের অক্সাইড NOX দূষণ তৈরি হয় উহার নির্গম পথে Pt এর Catalytic Converter স্থাপন করে NOX গ্যাসের সাথে H2 গ্যাস মিশ্রিত করে রাসায়নিক বিকিয়ার মাধ্যমে NOX তৈরি রোধ করা যায়।

বিক্রিয়া :-

2NO  +   H2    →  N2  +   2H2O

2NO2 +  4H2   →  N2  +   2H2O

2NO  +   5H2  →  2NH3  +  4H2O

2NO  +   7H2  →  2NH3  +  4H2O

এ কৌশলে উৎপন্ন  2NH3 গ্যাস এসিড দ্রবণের মধ্য দিয়ে চালনা করে অ্যামানিয়াম লবণ হিসেবে NH3 গ্যাস দূরীভূত করা হয়।

গাড়িতে Catalytic Converter ব্যবহার করে হাইড্রোকার্বনের দূষণ নিয়ন্ত্রণ করা যায়।

 

খ. দ্রবীভূতকরণ কৌশল:  এ কৌশলে কতিপয় দূষক কণা যেমন:  SiO2,  ধাতব অক্সাইড (Cu,Fe,Al) ইত্যাদির অক্সাইড এবং গ্যাসীয় দূষক যেমন:  CO2 ও SO2 ইত্যাদিকে উপযুক্ত দ্রাবক কিংবা বিকারকে দ্রবীভূত বা বিক্রিয়া ঘটানোর মাধ্যমে দূরীভূত করা হয়।

এ পদ্ধতিকে Scrubber পদ্ধতি বলে। Scrubber এ সাধারণত পানি এবং কলিচুন [Ca(OH)2] রাখা হয়। দূষক সম্বলিত বায়ু Scrubber এর মধ্য দিয়ে চালনা করলে দৃষক কণা (প্রায় 95 ~ 99%) এবং দৃষক গ্যাস  CO2 বা SO2 প্রায় (80 – 95%) শোষিত হয়। এভাবে দূষিত বায়ু, পরিসূত বিশুদ্ধ বায়ু হিসেবে নির্গত হয়।

বিক্রিয়া :

Al2O3  +  Ca(OH)2    →   Ca(AIO2)2  +   H2O

Fe2O3  +  Ca(OH)2    →   Ca(FeO2)2  +   H2O

SiO2   +  Ca(OH)2    →   CaSiO3        +   H2O

H2S +   H2O           →    H2S(aq)

CO2 + Ca(OH)2       →   CaCO3     +   H2O

SO2 + Ca(OH)2       →   CaCO3     +   H2O

 

গ.সূক্ষ ছাঁকনি কৌশল:

যে সাধারণত বৈদ্যুতিক  বৈদ্যুতিক প্লান্টে এ পদ্ধতি ব্যবহৃত হয়।

এ প্রক্রিয়ায় কলকারখানার চিমনির ধোঁয়ায় নির্গত কঠিন কণাসমূহ (যেমন : কার্বন, ধূলা-বালি ইত্যাদি) ফিল্টারের মধ্য দিয়ে চালনা করা হয় । ফিল্টার হিসেবে সাধারণত সূতী কাপড় কিংবা সিথেটিক ফেব্রিক-এর থলে ব্যবহৃত হয়।

ফিল্টারের মধ্য দিয়ে চিমনি গ্যাস চালনা কালে উহাতে মিশ্রিত কণাগুলো আটকে যায় । মাঝে মাঝে ফিল্টার গঠনকারী থলেকে ঝাকানো হয় যাতে কণাগুলো নিচে পড়ে যায় ।

জমাকৃত বস্তুকণা যান্ত্রিক আলোড়নের মাধ্যমে অথবা ফেব্রিকের ভেতর দিয়ে বায়ুপ্রবাহিত করে দূষক অপসারণ করা হয়।

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!