নির্দেশকের বর্ণ পরিবর্তন করার কৌশল :- এসিড ক্ষার ট্রাইট্রেশনে নির্দেশক হিসাবে সাধারনত দুর্বল জৈব এসিড বা জৈব ক্ষার ব্যাবহার করা হয় । অ-আনিয়ত নির্দেশকের বর্ণ অয়নিত নির্দেশকের বর্ণ থেকে সম্পূর্ণ ভিন্ন থাকে । যেমন:- ফেনফথেলিন বর্ণহীন, কিন্তু অ-আয়নিত হলে তা গোলাপী বর্ণ হয় । প্রশমন বিন্দুতে নির্দেশক আয়নিত হয় বলে নির্দেশকের বর্ণ পরিবর্তত হয় । […]