বায়ুদূষণ (Air Pollution):

বায়ুমণ্ডলে এক বা একাধিক দূষক যেমন : ধূলাবালি, ধোঁয়া, জলীয় বাষ্প, উদ্বায়ী পদার্থ, গ্যাস, রোগ জীবাণু ইত্যাদি অথবা এগুলোর মিশ্রণের পরিমাণ এবং স্থায়িত্ব যদি মানুষ, উদ্ভিদ কিংবা প্রাণিজগৎ অথবা সম্পদের ক্ষতি সাধন করে এবং জীবন উপভোগ করা থেকে অসংগতভাবে বাধা প্রদান করে তবে তাকে বায়ু দূষণ বলে।

বায়ু দূষণ মূলত দুটি উৎস থেকে ঘটে –

(i) প্রাকৃতিক উৎস

(ii) মনুষ্য সৃষ্ট উৎস।

(i) প্রাকৃতিক উৎস (Natural Sources) : প্রাকৃতিক উৎস থেকে সৃষ্ট  বায়ুর সংক্রামককে “প্রাকৃতিক দূষণ”

(Natural Pollution) বলে ।

(ii)  মনুষ্য সৃষ্ট উৎস (Manamade Sources) : মানুষ কর্তৃক সৃষ্ট উৎস থেকে সৃষ্ট বায়ুদূষককে “মনুষ্য সৃষ্ট বা দূষণ” (anthropogenic air pollution) বলে ।

 

বায়ু দূষকের ‘শ্রেণিবিভাগ রাসায়নিক সংযুক্তি অনুসারে বায়ু দূষককে দু’ভাগে ভাগ করা যায়-

(i) জৈব বায়ু দূষক

(ii) অজৈব বায়ু দূষক I

জৈব বায়ু দূষক (Organic air pollutants) : যে সকল জৈব পদার্থ বায়ু দূষণ ঘটায় সেগুলোকে জৈব বায়ু দূষক বলে।

যেমন:

(i) হাইড্রোকার্বন: মিথেন (CH3), টলুইন (CH3-CH3), বেনজিন (C6H6) ইত্যাদি।

(ii) অ্যালকোহল: মিথানল (CH3OH), অ্যাসাইল অ্যালকোহল ইত্যাদি।

(iii) অ্যালডিহাইড ও কিটোন: ফরমালডিহাইড (HCHO) অ্যাসিটোন (CH3COCH3) ইত্যাদি।

(iv)  হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক: কার্বন টেট্রাক্লোরাইড (CCl4)  ক্লোরোফর্ম (CHCl3) ইত্যাদি |

অজৈব বায়ু দূষক (Inorganic air pollutants) : যে সকল অজৈব পদার্থ বায়ু দূষণ ঘটায় সেগুলোকে অজৈব বায়ু দূষক বলে।

যেমন:-

. গাস বাষ্পীয় অজৈৰ বায়ু দূষণ :

কার্বন যৌগ : কার্বন ডাই-অক্সাইড (CO2), কার্বন মনোক্সাইড (CO) ইত্যাদি

সালফার যৌগ : সালফার ডাইঅক্সাইড (SO2) হাইড্রোজেন সালফাইড (H2S) ইত্যাদি

নাইট্রোজেন যৌগ : নাইট্রাস অক্সাইড (N2O), নাইট্রিক অক্সাইড (NO), নাইট্রোজেন ট্রাইঅক্সাইড (N2O3)নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) এবং অ্যামোনিয়া (NH3)

হ্যালোজেন যৌগ : ক্লোরাইড (HCl), বিভিন্ন ধাতব ক্লোরাইড (গ্যাসীয়), হাইড্রোজেন ফ্লোরাইড (HF) ইত্যিাদি।

অক্সিজেন যৌগ : ওজোন

অ্যারোসলরূপে অজৈব দূষক : কণা (Dust) : SiO2, ধাতব অক্সাইড (Cu, Al, Fe ইত্যাদির অক্সাইড)। ধোঁয়া (Smoke) : SO2 (aq), NOx, CO, HCX ইত্যাদি ।

কুয়াশা (Mist) : তরল পদার্থের সূক্ষ্ম কণা, SO2(aq), H2SO3, H2SO4, HCl, HNO3 ইত্যাদি।

ঘন কুয়াশা (Fog) : C, ধূলাবালি, জলীয় বাষ্প ইত্যাদি।

উদ্বায়ী পদার্থ (Fume) : ধাতব অক্সাইড, জৈব দ্রাবক ।

কণারূপে অজৈব দূষক : পারদ (Hg), সীসা (Pb) ইত্যাদি।

তেজক্রিয় যৌগরূপে অজৈব বায়ু দূষক :

14C, 90Sr, 137Cs এবং 222Rn ইত্যাদি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!