(১) জৈব যৌগের শ্রেণিবিভাগভিত্তিক

১. জৈব যৌগের সংখ্যা আশি লক্ষেরও বেশি, এর কারণ ব্যাখ্যা করো।

২. হেটারো সাইক্লিক যৌগ শ্রেণির বৈশিষ্ট্য আলোচনা করো।

৩. সমগোত্রীয় শ্রেণির বৈশিষ্ট্য উদাহরণসহ ব্যাখ্যা করো।

৪. প্রোপিন ও বিউটিন পরস্পর সমগোত্রক; ব্যাখ্যা করো। [য. বো. ২০১৫]

৫. কার্যকরী মূলকই জৈব প্রক্রিয়াকে শ্রেণিবদ্ধকরণে ভূমিকা রেখেছে ব্যাখ্যা করো। [চ. বো. ২০১১]

৬. জৈব যৌগের C-শিকলে এক সাথে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকলে এদের নামকরণের নিয়ম উদাহরণসহ লেখ।

৭. জৈব যৌগের গঠনে দ্বিবন্ধন ও -OH মূলক থাকলে এদের নামকরণের নিয়ম উদাহরণসহ ব্যাখ্যা করো।

৮. জৈব যৌগের অণুতে -CO- মূলক ও -CHO মূলক এক সাথে থাকলে এদের নামকরণের নিয়ম উদাহরণসহ ব্যাখ্যা করো।

(২) জৈব যৌগের সমাণুতাভিত্তিক :

১. টটোমারিজমকে গতিশীল কার্যকরী মূলক সমাণুতা বলে এর পক্ষে প্রোপানোনে কীরূপ রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে, তা ব্যাখ্যা করো।

২. প্রোপানোন টটোমারিতা প্রদর্শন করে ব্যাখ্যা করো।[কু. বো. ২০১৯; দি. বো. ২০১৯]

৩. ম্যালেয়িক এসিড ও ফিউমারিক এসিড পরস্পরের সমাণু। ম্যালেয়িক অ্যানহাইড্রাইড গঠিত হয়, কিন্তু ফিউমারিক এসিডের অ্যান্হাইড্রাইড গঠিত হয় না কেন, ব্যাখ্যা করো।

৪. জ্যামিতিক সমাণুতার শর্ত ব্যাখ্যা করো। উদাহরণসহ ব্যাখ্যা করো। [রা. বো. ২০১৫]

(ক) জৈব যৌগের আলোক সক্রিয়তা প্রদর্শনের প্রয়োজনীয় শর্তাবলি

(খ) ল্যাকটিক এসিড আলোক সমাণুতা প্রদর্শন করে কেন? [ব বো. ২০১৭; মা বো. ২০১৯]

৬. দুটি আলোক সক্রিয় সমাণু কখন আলোক নিষ্ক্রিয় হয়, তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

৭. C4H10 জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে; ব্যাখ্যা করো।

৮. C3H4O কার্যকরী মূলক সমাণুতা প্রদর্শন করে; ব্যাখ্যা করো।
৯. CHO টটোমারিজম প্রদর্শন করে; ব্যাখ্যা করো। [দি. বো. ২০১৬] [দি. বো, ২০১৬] [রা. বো. ২০১৬]

১০. রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয় কীনা, ব্যাখ্যা করো।[ঢা. বো. ২০১৯; য. বো. ২০১৯]

(৩) অ্যারোমেটিক হাইড্রোকার্বনভিত্তিক :

১. বেনজিনের আণবিক অরবিটাল ব্যাখ্যা করো।

২. আণবিক অরবিটাল গঠন মতে বেনজিনে কী প্রকার বিক্রিয়া ঘটে, তা ব্যাখ্যা করো।

৩. বেনজিন অণুতে তিনটি পাই বন্ধন আছে; তা বিক্রিয়ার উদাহরণসহ ব্যাখ্যা করো।

৪. ক্রিডেল ক্রাফট বিক্রিয়া দ্বারা বেনজিনের সমগোত্রক প্রস্তুত করা সম্ভব; তা ব্যাখ্যা করো।[রা. বো. ২০১৯]

৫. হাকেল নিয়মটি ব্যাখ্যা করো। [ব বো. ২০১৯; ঢা. বো. ২০১৫ |

৬. অ্যারোমেটিসিটি ব্যাখ্যার জন্য হাকেল তত্ত্ব সফল; এর যথার্থতা ব্যাখ্যা করো।

৭. বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ; ব্যাখ্যা করো। [অভিন্ন প্রশ্ন ২০১৮; চ. বো. ২০১৬; ব. বো. ২০১৫; দি বো. ২০১৫; য. বো. ২০১৬]

৮. ফিউরানে বেনজিনয়েড বলয় না থাকা সত্ত্বেও এটি একটি অ্যারোমেটিক যৌগ; ব্যাখ্যা করো। [দি বো. ২০১৯]

৯. পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো।[ব. বো, ২০১৬]

১০. ন্যাফথ্যালিন অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। [ঢা. বো. ২০১৯; য. বো. ২০১৯]

(৪) অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগে শ্রেণিগত বিক্রিয়াসমূহ ভিত্তিক :

১.ফ্রি-রেডিকেল কীরূপে সৃষ্টি হয় এবং এদের স্থায়িত্ব ক্রম ব্যাখ্যা করো।

২. ইলেকট্রোফাইল কীরূপে সৃষ্টি হয় এবং এদের শ্রেণিবিভাগ লেখ।

৩. নিউক্লিওফাইল কীরূপে সৃষ্টি হয় এবং এদের শ্রেণিবিভাগ লেখ।

৪. কার্বোনিয়াম আয়ন কীরূপে সৃষ্টি হয় এবং এদের সক্রিয়তা ও স্থায়িত্ব ক্রম লেখ।

৫. কার্বানায়ন কীরূপে সৃষ্টি হয় এবং সক্রিয়তা ও স্থায়িত্ব ক্রম লেখ।

৬. সংযোজন বিক্রিয়ায় একটি পাই বন্ধন ভেঙ্গে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়; তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

৭. জৈব যৌগে পাই বন্ধন ভেঙ্গে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়; তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

৮. জৈব যৌগে অসম্পৃক্ততা বলতে কী বোঝায়? তা কীভাবে তুমি পরীক্ষাগারে প্রমাণ করবে?

৯. অসম্পৃক্ততা পরীক্ষা সংক্রান্ত বিক্রিয়া দুটি বর্ণ পরিবর্তনসহ সমীকরণ লেখ।

১০. মারকনিকভের নিয়মটি উদাহরণসহ ব্যাখ্যা করো। [চ. বো. ২০১৫]

১১.  বিপরীত মারকনিকভের নিয়মটি উদাহরণসহ ব্যাখ্যা করো।

১২. মারকনিকভের নিয়ম ও খারাসের নিয়ম-এর সংযোজন বিক্রিয়ার মেকানিজম ভিন্ন; তা ব্যাখ্যা করো।

১৩. দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ের জন্য ওজোনোলাইসিস প্রক্রিয়া সফল; তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

১৪. (ক) লঘু H2SO4 ও 2% HgSO4 এর উপস্থিতিতে অ্যালকাইন থেকে কার্বনিল যৌগ প্রস্তুত করা সম্ভব; তা উদাহরণসহ ব্যাখ্যা করো।  (খ) HC=CH থেকে কীরূপে কার্বক্সিলিক এসিড প্রস্তুত করা যায় সমীকরণসহ তা লেখ।[ঢা. বো. ২০১৭]

১৫. কার্বনিল যৌগে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে; উদাহরণসহ ব্যাখ্যা করো।

১৬. অ্যালকাইল হ্যালাইডে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে; তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

১৭. SNl বিক্রিয়ার বৈশিষ্ট্য বা শর্ত ও বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো।

১৮. SN2  বিক্রিয়ার বৈশিষ্ট্য বা শর্ত ও বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো।

১৯. অপসারণ বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়ার বিপরীত, তা কার্বন শিকলে থাকা বন্ধন প্রকৃতি অনুসারে ব্যাখ্যা

করো।

২০. জৈব যৌগের অপসারণ বিক্রিয়াটি দুটি সমগোত্রীয় শ্রেণির বেলায় ঘটে; তা উদাহরণসহ ব্যাখ্যা করো।  

২১. জৈব যৌগে ইলেকট্রোফিলিক অপসারণ ও নিউক্লিওফিলিক অপসারণ উভয়ই ঘটে; তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

২২. সাইজেফ নিয়মটি উদাহরণসহ ব্যাখ্যা করো।

২৩. পারমাণবিক পুনর্বিন্যাস বা সমাণুকরণ বিক্রিয়াকে 1, 2–শিফট পুনর্বিন্যাস বিক্রিয়া বলা হয় কেন?

২৪. পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়াটি ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক অথবা ফ্রি-রেডিকেল দ্বারা ঘটতে পারে, তা ব্যাখ্যা করো।

২৫. বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বলতে কী বোঝায়, তা ব্যাখ্যা করো।

২৬. বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলতে কী বোঝায়, তা ব্যাখ্যা করো।

২৭. (ক) CH3 – মূলক একটি বেনজিন বলয় সক্রিয়কারী ও অর্থো-প্যারা নির্দেশক মূলক, তা ব্যাখ্যা করো।

(খ) NH2– মূলক অর্থো প্যারা নির্দেশক; ব্যাখ্যা করো।

(গ) অ্যানিলিন (C6H5-NH2) কে নাইট্রেশন করলে মেটা নাইট্রো যৌগ উৎপন্ন হয় কেন ব্যাখ্যা করো। [কু.বো. ২০১৭]

২৮. – NO2  মূলক একটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী ও মেটা-নির্দেশক মূলক, তা ব্যাখ্যা করো। [ব. বো. ২০১১]

২৯. টলুইনের ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় কম বেশি তিনটি সমাণু উৎপন্ন হতে পারে। এদের গঠন সংকেতসহ তা ব্যাখ্যা করো।

৩০. ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় অনার্দ্র AlCl3 ব্যবহৃত হয় কেন? [ঢা. বো. ২০১৯]

৩১. বেনজিনের দ্বি-প্রতিস্থাপিত যৌগের তিনটি সমাণু সম্ভব, তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

৩২. C6H4(CH3)2 এর সংকেতযুক্ত সম্ভাব্য সমাণুগুলোর নাম ও গাঠনিক সংকেত লেখ।

৩৩. C6H4(NO2)2 সংকেতযুক্ত সম্ভাব্য সমাণুগুলোর নাম ও গাঠনিক সংকেত লেখ।

৩৪. C6H4(OH)Cl এ সংকেতযুক্ত সম্ভাব্য সমাণুগুলোর নাম ও গাঠনিক সংকেত লেখ।

(৫) অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনভিত্তিক :

১. ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটি হলো একটি অবরোহ পদ্ধতি; ব্যাখ্যা করো।

২. উর্টজ বিক্রিয়া হলো কার্বন শিকলের জন্য আরোহ পদ্ধতি; তা ব্যাখ্যা করো।

৩. উর্টজ বিক্রিয়ায় শুরু ইথার ব্যবহৃত হয় কেন? [রা. বো. ২০১৯]

৪. ক্লিমেনসেন বিজারণ দ্বারা কার্যকরী মূলক লুপ্ত হয় তা ব্যাখ্যা করো। ‘

অথবা, কার্বনিল মূলককে কীরূপে মিথিলিন মূলকে পরিণত করা যায়?

৫. অ্যালকেনে চেইন সমাণুতা ও আলোক সমাণুতা সম্ভব; তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

৬. অ্যালকিনে চেইন সমাণুতা ও জ্যামিতিক সমাণুতা সম্ভব; তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

৭. অ্যালকিন প্রস্তুতিতে কঠিন নিরুদক ও তরল নিরুদকের ব্যবহারসহ দুটি উদাহরণ দাও।

৮. জৈব রসায়নে দ্বিবন্ধনভিত্তিক দুটি কার্যকরী মূলক আছে। একটিতে ইলেকট্রোফিলিক সংযোজন ও অপরটিতে নিউক্লিওফিলিক সংযোজন ঘটে; তা উদাহরণসহ ব্যাখ্যা কর।

৯. জৈব রসায়নে ত্রিবন্ধনভিত্তিক দুটি কার্যকরী মূলক আছে। একটিতে পানি সংযোজনে কার্বনিল যৌগ এবং অপরটিতে আর্দ্র বিশ্লেষণে কার্বক্সিলিক এসিড উৎপন্ন হয়; তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

১০. অ্যালকাইন— অম্লধর্ম প্রকাশ করে, তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

১১. ইথাইন বা, অ্যাসিটিলিন অম্লধর্মী কেন, ব্যাখ্যা করো। [রা. বো. ২০১৯; অভিন্ন প্রশ্ন ২০১৮, য. বো. ২০১৭]

১২. ইথিন ও ইথাইনের মিশ্রণকে কীরূপে পৃথক করা যাবে, তা বিক্রিয়াসহ ব্যাখ্যা করো।

১৩. প্যারাফিন কী?

(৬) অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইডভিত্তিক :

১. অ্যালকাইল হ্যালাইডের শ্রেণিবিভাগ উদাহরণসহ লেখ। [অভিন্ন প্রশ্ন ২০১৮; য, বো, ২০১৬] [ঢা. বো. ২০১৬]

২. অ্যালকোহল ও SOCl2 এর বিক্রিয়ায় R-Cl প্রস্তুতকরণ অধিক সুবিধাজনক; এর কারণ ব্যাখ্যা করো।

৩. অ্যালকাইল ক্লোরাইড শনাক্তকরণ বিক্রিয়াটি সমীকরণসহ লেখ।

৪. অ্যালকাইল হ্যালাইড থেকে NaOH ক্ষার ব্যবহার করে কোন শর্তে অ্যালকিন ও অ্যালকানল প্রস্তুত করা যায়,

তা উদাহরণসহ লেখ।

৫. অ্যালকাইল ক্লোরাইডে প্রতিস্থাপন বিক্রিয়া হলো নিউক্লিওফিলিক; এর কারণ ব্যাখ্যা করো।

৬. ক্লোরোফরম (CHCl3) কে বাদামি বোতলে রাখা হয় কেন? [য বো. ২০১৭; ঢা. বো. ২০১৬]

৭. গ্রিগনার্ড বিকারক পানির অনুপস্থিতিতে তৈরি করা হয় কেন? [কু বো. ২০১৯]

৮. গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে শুষ্ক ইথার ব্যবহৃত হয় কেন?

(৭) অ্যালকোহল, ইথার ও অ্যামিনভিত্তিক :

১. অ্যালকোহল (ইথানল) পানিতে দ্রবণীয় কেন, তা ব্যাখ্যা করো। [অভিন্ন প্রশ্ন ২০১৮; য, বো ২০১৬]

২. গ্লুকোজ পানিতে দ্রবণীয় কেন; ব্যাখ্যা করো।

৩. কার্বনিল মূলকযুক্ত যৌগ থেকে 1° অ্যালকোহল প্রস্তুতির ২টি সমীকরণ লেখ। [ঢা. বো ২০১৬]

৪. অ্যালকোহল শনাক্তকরণের ২টি বিক্রিয়ার সমীকরণ লেখ।

৫. আয়োডোফরম পরীক্ষা সমীকরণসহ লেখ।

৬. হ্যালোফরম বিক্রিয়ার শর্ত উদাহরণসহ ব্যাখ্যা করো।

৭. অ্যাসিটাইল ক্লোরাইড (CH3CO-Cl) হ্যালোফরম বিক্রিয়া দেয় না কেন? [মাদ্রাসা বোর্ড ২০১৮]

৮. 1, 2, 3°- অ্যালকোহলের কীরূপে পার্থক্য করা যায়?

৯. উইলিয়ামসন ইথার সংশ্লেষণ সমীকরণসহ লেখ।

১০. অ্যালকোহল ও ইথারের মধ্যে কীরূপে পার্থক্য করা যায়?

১১. CH3CN থেকে কীরূপে ইথাইল অ্যামিন ও ইথানোয়িক এসিড প্রস্তুত করা

১২. হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটি সমীকরণসহ ব্যাখ্যা করো।

১৩. কাৰ্বিল অ্যামিন পরীক্ষাটি উদাহরণসহ লেখ।[য. বো. ২০১৭]

১৪. ডায়াজোকরণ বিক্রিয়া কী? [য বো, ২০১৭]

১৫. পচা মাছে দুর্গন্ধ সৃষ্টিকারী জৈব যৌগে কি কার্যকরী মূলক আছে, তা কীরূপে নিশ্চিত করা যায়?

১৬. মিথাইল অ্যামিন অ্যানিলিনের চেয়ে বেশি ক্ষারধর্মী ব্যাখ্যা করো। [চ বো. ২০১৯; দি বো. ২০১৯;ব. বো. ২০১৬]

১৭. অ্যানিলিন ক্ষারধর্মী কেন? [কু. বো. ২০১৯]

১৮. অ্যালিফেটিক 1° অ্যামিন ক্ষারক কেন? [সি. বো. ২০১৯]

১৯. ইথাইল অ্যামিন অ্যামোনিয়া অপেক্ষা অধিক ক্ষারীয় কেন? [য বো. ২০১৯]

(৮) অ্যালডিহাইড ও কিটোনভিত্তিক :

১. অ্যালকাইনে পানিযোজন দ্বারা উভয় প্রকার কার্বনিল যৌগ তৈরি করা যায়, তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

২. অ্যালকোহলের মৃদু জারণে অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতির সমীকরণ লেখ। [রা. বো. ২০১৯]

৩. অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যসূচক পরীক্ষার সমীকরণ লেখ।

৪. টলেন বিকারক কী? পরীক্ষাগারে এ বিকারকের ব্যবহার উদাহরণসহ লেখ।

৫. ফেলিং দ্রবণ কী? পরীক্ষাগারে এ বিকারকের ব্যবহার উদাহরণসহ লেখ।

৬. কার্বনিল মূলক শনাক্তকরণ কীরূপে করা হয়? [রা. বো. ২০১৫]

৭. ইথান্যাল অ্যালডল বিক্রিয়া দেয়, কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দেয় না কেন? [য. বো. ২০১৭]

৮. ফরম্যালডিহাইড ক্যানিজারো বিক্রিয়া দেয় কেন? [মা. বো. ২০১৯]

(৯) কার্বক্সিলিক এসিড, এস্টার ও অ্যামাইডভিত্তিক :

১. কার্বক্সিলিক এসিডে কার্বনিল মূলক (-CO-) থাকা সত্ত্বেও এটি অ্যালডিহাইড ও কিটোনের মতো যুত বিক্রিয়া দেয় না কেন?

২. এসিড অ্যামাইড কার্বনিল মূলক (-CO-) থাকা সত্ত্বেও এটি অ্যালডিহাইড ও কিটোনের মতো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না কেন?

৩. এস্টার পরীক্ষা দ্বারা CH3OH ও CH3COOH এর নিশ্চিত করা যায়, তা ব্যাখ্যা করো।

৪. জৈব যৌগের কার্বক্সিমূলক (-COOH) কীভাবে শনাক্ত করবে? [ব বো. ২০১৫; দিবো. ২০১৬)

৫. H-COOH অপেক্ষা CH3COOH দুর্বল এসিড কেন? [চ. বো. ২০১৭]

৬. ClCH2COOH এসিড CH3COOH অপেক্ষা শক্তিশালী এসিড কেন? [রা. বো. ২০১৯; মা, বো. ২০১৯]

(১০) IR-spectroscopy  গ্লিসারিন ও ফেনলভিত্তিক :

১.  IR-spectroscopy-এর মূলনীতি ব্যাখ্যা করো।

২. জৈব যৌগে সৃষ্ট IR বর্ণালিতে আণবিক কাঠামো শোষণ ব্যান্ড অঞ্চল ও কার্যকরী মূলক ব্যান্ডের মধ্যে পার্থক্য কী?

৩. পলিহাইড্রিক অ্যালকোহল ময়শ্চারিং এজেন্টরূপে ব্যবহৃত হয়, এর কারণ উদাহরণসহ ব্যাখ্যা করো।

৪. ফেনল অম্লধর্মী কেন, ব্যাখ্যা করো। [ঢা. বো. ২০১৭; সি. বো. ২০১৭, ২০১৬]

৫. গ্লিসারিন ও ফেনল উভয় যৌগে একই -OH মূলক থাকা সত্ত্বেও গ্লিসারিন নিরপেক্ষ, ফেনল অম্লধর্মী কেন ব্যাখা করো।

৬. গ্লিসারিন অণুতে অধিক সক্রিয় 1° অ্যালকোহল মূলক ও কম সক্রিয় 2° অ্যালকোহল মূলক আছে, তা কী রূপে প্রমাণ করবে?

৭. গ্লিসারিন শনাক্তকরণের এক্রোলিন টেস্ট বর্ণনা করো।

৮. কিউমিন থেকে ফেনল প্রস্তুতির বিক্রিয়া সমীকরণসহ লেখ।

৯. ফেনল শনাক্তকরণের ২টি বিক্রিয়া লেখ।

১০.লিবারম্যান পরীক্ষার বর্ণনা দাও।

(১১) নাইট্রোগ্লিসারিন, টিএনটি; ডেটল ও প্যারাসিটামলভিত্তিক :

১. নাইট্রোগ্লিসারিন ও টিএনটি-এর বিস্ফোরকরূপে ব্যবহারের সুবিধা ও অসুবিধার ক্ষেত্র আলোচনা করো।

২. নাইট্রোগ্লিসারিন ও TNT এর বিস্ফোরণের সমতাযুক্ত সমীকরণ থেকে ব্যাখ্যা কর কোনটির বেলায় বিস্ফোরণের ফলে চাপ বেশি হবে?

৩. ডেটল হলো স্বাস্থ্যকর পরিবেশ রক্ষাকারী একটি পারিবারিক উপাদান -এর যথার্থ ব্যাখ্যা করো।

৪. প্যারাসিটামল প্রস্তুতির সমীকরণ লেখ।

(১২) জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, পলিমার ও প্লাস্টিসিটিভিত্তিক :

১. কোনো জৈব যৌগ বিশুদ্ধ কীনা তা তুমি কীভাবে নিশ্চিত হবে, তা ব্যাখ্যা করো।

২. থার্মোপ্লাস্টিক ও থার্মোসেট পলিমারের মধ্যে পার্থক্য কী?

৩. পলিমারের মোলার ভর বলতে কী বোঝায়, তা আলোচনা করো।

৪. পলিমারের ব্যবহার নির্ভর করে এর প্রবাহমানতা ধর্মের উপর, এর যথার্থতা ব্যাখ্যা করো।

৫. সংযোজন পলিমারকরণ এর মেকানিজম আলোচনা করো।

৬. সংযোজন পলিমারকরণ ও ঘনীভবন পলিমারকরণের মধ্যে পার্থক্য আলোচনা করো।

৭. আলফা–গ্লাইকোসাইড ও বিটা-গ্লাইকোসাইড বন্ধনের পার্থক্য লেখ।

৮. সেলুলোজ হলো – D গ্লুকোজের পলিমার-ব্যাখ্যা করো।

৯. স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্য কী?

১০. স্টার্চ দ্রবণে আয়োডিন নীল বর্ণ সৃষ্টি করে কেন?

১১. পেপটাইড বন্ধন কীরূপে গঠিত হয়? ব্যাখ্যা করো।

১২. গ্লোবিউলার প্রোটিন এর বৈশিষ্ট্য আলোচনা করো।

১৩. প্রোটিন অ্যামাইনো এসিডের পলিমার ব্যাখ্যা করো।

১৪. পরিবেশের উপর জৈব যৌগের প্রভাব আলোচনা করো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!