১.আলোক সমাণুতা বলতে কি বুঝ ?
উত্তর : যে সব আলোক সক্রিয় যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত এক কিন্তু অণুতে বিদ্যমান পরমাণু ও গ্রূপগুলোর ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন ঐ সব ভিন্ন ভিন্ন যৌগগুলোকে পরষ্পরের আলোক সমাণু বলে এবং এই বিষয়টিকে আলোক-সমাণুতা বলে ।
আলোক সমাণুতার শর্ত :-
ক. যৌগটিকে আলোক সক্রিয় হতে হবে ।
খ. যৌগটিতে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে ।
গ. যৌগগুরো একে অপরের দর্পণ প্রতিবিম্ব হতে হবে ।
ঘ. একটি যৌগ আরেকটি যৌগের উপর সমবর্তিত হবে না ।
ঙ. প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র অনুপস্থিত থাকতে হবে ।
২. আপেক্ষিক আবর্তন বা আপেক্ষিক বলতে কি বুঝ ?
উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি একক মোলার ঘণমাত্রার কোন আলোক সক্রিয় যৌগের দ্রবণের ভিতরে একবর্ণী সমবর্তী আলো একক ডেমিমিটার দূরত্ব অতিক্রম করলে যে পরিমাণ ঘূর্ণন চোখে ধরা পরে, সেই ঘূর্ণনের কোণকেই ঐ যৌগের আপেক্ষিক আবর্তন বা আপেক্ষিক ঘূর্ণন বলে ।
আপেক্ষিক আবর্তন বা আপেক্ষিক ঘূর্ণনের নির্ভশীলতা :
ক. তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রবণের ঘনত্বের পরিবর্তন হয় তাই আপেক্ষিক ঘূর্ণন ও পরিবর্তিত হয় ।
খ. একবর্ণী আলোর বর্ণের উপর আপেক্ষিক ঘূর্ণন উপর আপেক্ষিক ঘূর্ণন নির্ভরশীল ।
গ. দ্রবণের ঘনত্বেে উপর নির্ভরশীল ।
ঘ. সেলের বা কোষের পুরুত্বের উপর নির্ভরশীল ।
ঙ. দ্রাবকের প্রকৃতির উপর ।