১. মোলারিটি কী ?
নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, দ্রবের সেই মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলা হয়ে থাকে। মোলারিটিকে M দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক mol L⁻¹।
২. মোলার দ্রবণ কী ?
নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে এক মোল (1 mol) দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণটিকে মোলার দ্রবণ বলা হয়ে থাকে। মোলার দ্রবণের ঘনমাত্রা 1.0 M হয়।
৩. ডেসিমোলার দ্রবণ কী ?
নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে দ্রবের এক-দশমাংশ মোল (1/10=0.1 mol) দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণটিকে ডেসিমোলার দ্রবণ বলা হয়ে থাকে। ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.1 M হয়।
৪. সেন্টি মোলার দ্রবণ কী ?
নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে এক-শতাংশ মোল (1/100 = 0.01 mol) দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণটিকে সেন্টি মোলার দ্রবণ বলা হয়ে থাকে। সেন্টি মোলার দ্রবণের ঘনমাত্রা 0.01 M হয়।
৪.সেমিমোলার মোলার দ্রবণ কী ?
নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে অর্ধেক মোল (1/2 = 0.5 mol) দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণটিকে সেমিমোলার দ্রবণ বলা হয়ে থাকে। সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.5 M হয়।