১. মোলার দ্রবণ ও মোলাল দ্রবণের মধ্যে কোনটির ঘনমাত্রা তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় এবং কেন ?
মোলার দ্রবণ ও মোলাল দ্রবণের মধ্যে মোলার দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় । এর কারণ-মোলারিটি দ্রবণের আয়তনের সাথে সম্পর্কযুক্ত । দ্রবণের তাপমাত্রা পরিবর্তনের সাথে এর আয়তনেরও পরিবর্তন ঘটে। আয়তন পরিবর্তিত হলে মোলারিটি পরিবর্তিত হয়। কিন্তু মোলাল দ্রবণের ঘনমাত্রা দ্রব ও দ্রাবকের ভরের সাথে সম্পর্কযুক্ত ।
যেহেতু পদার্থের ভর তাপমাত্রার পবির্তনের সাথে অপরিবর্তিত থাকে তাই মোলাল দ্রবণের ঘনমাত্রা তাপমাত্র দ্বারা পরিবর্তিত হয় না।

২. প্রাইমারী স্টান্ডার্ড পদার্থ বলতে কী বুঝ ?
প্রাইমারী স্টান্ডার্ডপদার্থ : যে সকল রাসায়নিক পদার্থের দ্রবণের ঘনমাত্রা পরিবেশের উপাদান(CO2,O2 এবং জলীয় বাষ্প ইত্যাদি) দ্বারা প্রভাবিত হয় না এবং দীর্ঘকাল অপরিবর্তিত অবস্থায় থাকে তাদেরকে প্রাইমারী ষ্টান্ডার্ড পদার্থ বলে।
প্রাইমারী ষ্টান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য হলো
১) এদেরকে সাধারণত কঠিন এবং বিশুদ্ধাবস্থায় পাওয়া যায়।
২) এদের নির্দিষ্ট পরিমান (ভর) কে রাসায়নিক নিক্তির সাহায্যে সহজে ওজন করে নেয়া যায়।
৩) এরা বায়ুর উপাদান যেমন : CO2,O2এবং জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় না।
৪) এদের দ্বারা পস্তুতকৃত প্রমান দ্রবণের ঘনমাত্রা দীর্ঘ সময় অপরিবর্তিত থাকে।
কয়েকটি প্রাইমারী ষ্টান্ডার্ড পদার্থের উদাহরণ হলো : অনার্দ্র Na2CO3, K2Cr2O7, H2C2O4.2H2O ইত্যাদি।

৩. সেকেন্ডারী স্টান্ডার্ড পদার্থ বলতে কী বুঝ ?
যে সকল রাসায়নিক পদার্থের দ্রবণের ঘনমাত্রা পরিবেশের উপাদান(CO2,O2 এবং জলীয় বাষ্প ইত্যাদি) দ্বারা প্রভাবিত হয় এবং দীর্ঘকাল অপরিবর্তিত অবস্থায় থাকে না তাদেরকে সেকেন্ডারী ষ্টান্ডার্ড পদার্থ বলে।
১) এদেরকে সাধারণত কঠিন এবং বিশুদ্ধাবস্থায় পাওয়া যায় না।
২) এদের নির্দিষ্ট পরিমান (ভর) কে রাসায়নিক নিক্তির সাহায্যে সহজে ওজন করে নেয়া যায় না।
৩) এরা বায়ুর উপাদান যেমন : CO2,O2 এবং জলীয় বাষ্প ইত্যাদি ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় ।
৪) এদের দ্বারা পস্তুতকৃত প্রমান দ্রবণের ঘনমাত্রা দীর্ঘ সময় অপরিবর্তিত থাকে না।
কয়েকটি সেকেন্ডারী স্টান্ডার্ড পদার্থের উদাহরণ হলো : NaOH,HCl,KMnO4, H2SO4 এবং Na2S2O3 ইত্যাদি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!