Knowledge based questions

জ্ঞানন্তরভিত্তিক প্রশ্নাবলি

(১) জৈব যৌগের শ্রেণিবিভাগভিত্তিক :

১. জৈব যৌগ কী?

২. ক্যাটেনেশন কী?

৩. সমাণুতা কী? [দি.বো – ২০১৫]

৪. পলিমারকরণ কী?

৫. হেটারো পরমাণু কী?

৬. বিষমচাক্রিক যৌগ বা হেটারো সাইক্লিক যৌগ কী? [মাদ্রাসা বো. ২০১৯]

৭. হোমো সাইক্লিক যৌগ কী?

৮. হেটারো অ্যালিসাইক্লিক যৌগের উদাহরণ দাও। [দিবো.২০১৫)

৯. সমগোত্রীয় শ্রেণি কী? [কু. বো. ২০১৯; যবো. ২০১৫ |

১০. হোমোলগ বা সমগোত্রক কী?

১১. কার্যকরীমূলক কী? [চ. বো. ২০১৫; রা. বো. ২০১৯; কু. বো. ২০১৬, ২০১৯; রা. বো ২০১৭]

১২. IUPAC পদ্ধতি কী?

১৩. জৈব যৌগের কার্বন স্কেলেটন ফর্মুলা কী?

১৪. হাইড্রোকার্বন কী?

১৫. অ্যালকেন কী?

১৬. অ্যালকিন কী? [মাদ্রাসা বোর্ড ২০১৮]

১৭. অ্যালকাইন কী?

১৮. অ্যালকাইনের সাধারণ সংকেত লেখ।

১৯. অ্যালকোহল ও ইথারের সাধারণ সংকেত লেখ।

২০. অ্যালডিহাইড ও কিটোনের সাধারণ সংকেত লেখ।

(২) জৈব যৌগের সমাণুতাভিত্তিক :

১. সমাণুতা কী?

২. মেটামারিজম কী?

৩. টটোমারিজম বা, টটোমারিতা কী?

৪. স্টেরিও সমাণুতা কী?

৫. যৌগের কনফিগারেশন কী?

৬. জ্যামিতিক সমাণুতা কী?

৭. আলোক সক্রিয় যৌগ কী?

৮. কাইরাল কেন্দ্র বা, কাইরাল কার্বন কী? [অভিন্ন প্রশ্ন ২০১৮] [মা. বো. ২০১৯; চ. বো, ২০১৫. [রা. বো, ২০১৫, ২০১৬; দি. বো. ২০১৬; চ. বো. ২০১৭; কু, বো, ২০১১,অভিন্ন প্রশ্ন ২০১৮; য. বো. ২০১৭; সি. বো. ২০১৭]

৯. কাইরাল যৌগ কী?

১০. অ্যান্টিপড, এনানসিওমার কী? [য বো. ২০১৯; মাদ্রাসা বো. ২০১৮; চ. বো. ২০১৭; ঢা. বো. ২০১৫]

১১. একসমতলীয় আলো কী?

১২. আলোক সক্রিয়তা পরীক্ষা করার যন্ত্রের নাম কী? [ঢা. বো. ২০১৫]

১৩. রেসিমিক মিশ্রণ কী? [ঢা. বো. ২০১৭; য, বো, ২০১৭; কু. বো. ২০১৫; ব. বো. ২০১৫] [চ. বো. ২০১৬; ২০১৯; য. বো ২০১৬]

১৪. রেসিমিকরণ কী?

১৫. C5H12 এর সমাণু সংখ্যা কয়টি?

১৬. C6H14 এর সমাণু সংখ্যা কয়টি?

(৩) অ্যারোমেটিক হাইড্রোকার্বনভিত্তিক :

১. অ্যারিন কাকে বলে?

২. বেনজিনয়েড বলয় কী?

৩. বেনজিনের সমগোত্রক কী?

৪. লঘু তৈলে কী উপাদান থাকে?

৫. মধ্যম তৈলে কী উপাদান থাকে?

৬. 90% বেনজল কী?

৭. 50% বেনজল কী?

৮. ফেনলকে জিঙ্ক গুঁড়াসহ উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়?

৯. সোডালাইম কী?

১০. C6H5COONa ও সোডালাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়

১১. বেনজিনে C=C দূরত্ব কত? [মাদ্রাসা বোর্ড-২০১৮]

১২. গ্যামেক্সিন পাউডারের গঠন সংকেত লেখ।

১৩. নাইট্রেশন কাকে বলে?

১৪. সালফোনেশন কাকে বলে?

১৫. ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া কী?

১৬. অ্যারোমেটিসিটি কাকে বলে?

১৭. অনুরণন বা রেজোন্যান্স কী? [সি. বো. ২০১৯]

(৪) অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগে শ্রেণিগত বিক্রিয়াসমূহভিত্তিক :

১. জৈব যৌগে মূল ৪ শ্রেণির বিক্রিয়া কী কী?

২. জৈব বিক্রিয়ার ‘সাবস্ট্রেট কী?

৩. জৈব বিক্রিয়ার আক্রমণকারী বিকারক কী?

৪. আক্রমণকারী বিকারকসমূহের শ্রেণিগত নাম কী কী?

৫. ফ্রি-রেডি

৬. ইলেকট্রোফাইল কী? 

৭. কার্বোক্যাটায়ন কী?  [অভিন্ন প্রশ্ন ২০১৮; কু. বো, ২০১৭, ব. বো, ২০১৬  (সি. বো. ২০১৯)] 

৮. কার্বানায়ন কী? 

৯. নিউক্লিওফাইল কী?  [দি.বো. ২০১৯] 

১০. জৈব যৌগে অসম্পৃক্ততা কী?  [মাদ্রাসা বোর্ড-২০১৮] 

১১. মারকনিকভের নিয়ম কী?

১২. অপ্রতিসম অ্যালকিন কী? 

১৩. প্রতিসম অ্যালকিন কী? 

১৪. ওজোনোলাইসিস কী? 

১৫. SN1 বিক্রিয়া কী? 

১৬. SN2 বিক্রিয়া কী? 

১৭. আবেশীয় ফল কী? 

১৮. মেসোমারিক ফল কী? 

১৯. বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কী?  [কু বো. ২০১৭]

২০. বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক কী? 

(৫) অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনভিত্তিক : 

১. প্যারাফিন কী? 

২. অ্যালকিনের C-পরমাণুর সংকরিত অবস্থা কোনটি? 

৩. ডিকার্বক্সিলেশন কী? 

৪. পলিমার শিল্পে অ্যালকিন থেকে কী তৈরি হয়?  [কু. বো. ২০১৭]

৫. অ্যালুমিনার উপস্থিতিতে অ্যালকোহল নিরুদনে প্রয়োজনীয় তাপমাত্রা কত? 

৬.  গাঢ় H2SO4 দ্বারা ইথানলের নিরুদনে তাপমাত্রা কত রাখা হয়? 

৭. ভিসিন্যাল ডাইহ্যালাইড কী? 

৮. জেমিন্যাল ডাইহ্যালাইড কী? 

৯. অ্যালকাইনাইড কী? 

(৬) অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইডভিত্তিক :

 ১. 2°-অ্যালকাইল হ্যালাইড কী? 

২. 3°-অ্যালকাইল হ্যালাইড কী? 

৩. অ্যালকাইল হ্যালাইডের সংকেত কী? 

৪. অ্যারাইল হ্যালাইডের সংকেত কী? 

৫. ক্লোরোবেনজিন প্রস্তুতিতে ব্যবহৃত হ্যালোজেন বাহক কী? 

(৭) অ্যালকোহল,  ইথার, অ্যামিনভিত্তিক : 

১. ওয়াটার গ্যাস কী? 

২. রেকটিফাইড স্পিরিট কী?

৩. লুকাস বিকারক কী? [ঢা. বো. ২০১৬; চ. বো. ২০১৭, ২০১৯; কু. বো. ২০১৭; দি বো. ২০১৯]

৪. গ্রিগনার্ড বিকারক কী?

৫.1°-অ্যামিন শনাক্তকরণ পরীক্ষার নাম কী?

৬. ক্লোরোফরমের সংকেত কী?

৭. আইসো সায়ানাইড কী?

৮. অ্যালকেন নাইট্রাইল কী?

৯. কাৰ্বিল অ্যামিন কী?

১০. পচা মাছের গন্ধের কারণ কী? [ব বো. ২০১৬]

১১. ডায়াজোকরণ বিক্রিয়া কী?

(৮) অ্যালডিহাইড ও কিটোনভিত্তিক :

১. কার্বনিল যৌগ কী?

২. ফরমালিন কী? [সি. বো. ২০১৬; ব. বো. ২০১৫]

৩. সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক কোনটি?

8. 2.4- DNP এর পুরো নাম কী?

৫. 2:4- DNP এর সংকেত লেখ।

৬.  2:4-DNP এর ব্যবহার কী?

৭. টলেন বিকারক কী?

৮. ফেলিং দ্রবণ কী?

(৯) কার্বক্সিলিক এসিড, এস্টার ও অ্যামাইডভিত্তিক :

১. কার্বক্সিলিক এসিড কী?

২. এস্টার কী?

৩. অ্যামাইড কী?

৪. কার্বক্সিলিক এসিডের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লেখ।

৫. এস্টারের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লেখ।

৬. অ্যামাইডের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লেখ।

৭. ভিনেগার কী?

৮. লাল পিঁপড়ার গ্লান্ডে কোন জৈব যৌগ থাকে?

৯. গ্রিগনার্ড বিকারক কী?

১০. তৈল ও চর্বি কী?

১১. গ্লিসারলের সংকেত লেখ।

১২. পাকা কলায় কোন সুগন্ধ বস্তু থাকে?

১৩. পাকা কমলায় কোন এস্টার থাকে?

১৪. পাকা আনারসের সুগন্ধ বস্তুর নাম কী?

১৫. প্যারাসিটামলের সংকেত লেখ।

(১০) বিভিন্ন মূলক শনাক্তকরণভিত্তিক :

১. লেসাইন পরীক্ষা কীসের জন্য করা হয়?

২. ডাইঅ্যামমিন সিলভার (i) ক্লোরাইডের সংকেত লেখ।

৩. অ্যালকোহল মূলক (OH) কীরূপে শনাক্ত করবে?

৪. সোডিয়াম টেস্ট দ্বারা কোন মূলক শনাক্ত করা হয়?

৫. 2:4- DNP বিকারক কোন মূলক শনাক্তকরণে ব্যবহৃত

৬. কিটোন মূলক কীরূপে শনাক্ত করবে?

৭. অ্যালডিহাইড মূলক কীরূপে শনাক্ত করবে?

৮. কার্বক্সিল মূলক শনাক্তকরণের বিকারক কী?

৯. জৈব যৌগের কার্যকরী মূলকসমূহের IR- বর্ণালিতে ফ্রিক্যুয়েন্সি কত? [চি. বো. ২০১৬।

১০. ফিঙ্গার প্রিন্ট অঞ্চল কী?

১১. ফেনল ও অ্যালকোহলের -OH  মূলকের IR শোষণ ফ্রিক্যুয়েন্সি কত?

১২. একক অণু অবস্থায় -OH  মূলকের IR শোষণ ফ্রিক্যুয়েন্সি কত?

১৩. কার্বনিল মূলকের IR শোষণ ফ্রিক্যুয়েন্সি কত?

(১১) গ্লিসারিন, ফেনল, নাইট্রোগ্লিসারিন ও টিএনটিভিত্তিক :

১. সাবানায়ন কী?

২. স্পেন্ট লাই কী?

৩. মোম বাতিতে কোন জৈব এসিড ব্যবহৃত হয়?

৪. এক্রোলিনের সংকেত কী?

৫. কার্বলিক এসিডের সংকেত কী? [কু. বো, ২০১৫]

৬. পিকরিক এসিডের সংকেত কী? [ব. বো, ২০১৬]

৭. টিএনটি এর সংকেত কী?

৮. নাইট্রোগ্লিসারিনের সংকেত কী?

৯. নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণ সমীকরণ লেখ।

১০. TNT এর বিস্ফোরণ সমীকরণ লেখ।

১১. ব্লাস্টিং জেলাটিন কী?

১২. ডিনামাইটে কোন বিস্ফোরক ব্যবহৃত হয়?

১৩. বোম শেল ও হাত বোমায় কোন বিস্ফোরক ব্যবহৃত হয়?

(১২) ডেটল ও প্যারাসিটামলভিত্তিক :

১. অ্যান্টিসেপটিক ক্লিনিং প্রোডাক্ট’ কাকে বলে?

২. ডেটলের রাসায়নিক সক্রিয় উপাদান কোন যৌগকে বোঝায়?

৩. ক্লোরোজাইলিনল এর সংকেত লেখ।

৪. ফাংগাস ও জীবাণুনাশকরূপে ডেটলে কী থাকে? [ব. বো, ২০১৫]

৫. প্যারাসিটামলের গাঠনিক রাসায়নিক নাম কী?

৬. প্যারাসিটামলের গাঠনিক সংকেত লেখ। [অভিন্ন প্রশ্ন ২০১৮]

৭. পূর্ণবয়স্ক লোকের ক্ষেত্রে প্রতি ডোজ প্যারাসিটামলের সর্বাধিক সেবনমাত্রা কত?

৮. দিনে কত গ্রাম প্যারাসিটামল সেবন করলে কিডনি নষ্ট হতে পারে?

৯. WHO শিশুদের জ্বরে দেহের তাপমাত্রা কত হলে প্যারাসিটামল ব্যবহারের অনুমোদন দিয়েছে?

(১৩) জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, পলিমার ও প্লাস্টিসিটিভিত্তিক

১. জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড বলতে কী বুঝ?

২. জৈব যৌগের গলনাঙ্ক কী?

৩. জৈব যৌগের স্ফুটনাঙ্ক কী? ৪। পলিমার কী?

৫. প্রাকৃতিক পলিমার কী কী? [কু, বো, ২০১৫]

৬. সাংশ্লেষিক পলিমার কী?

৭. পলিমার মেরুদণ্ড বলতে কী বোঝায়?

৮. পাশাপাশি পলিমার শিকলে কী কী বল কার্যকর থাকে?

৯. পলিমার গ্লাস কী?

১০. প্লাস্টিসিটি কী? [ঢা. বো. ২০১৫; কু, বো. ২০১৫; রা. বো. ২০১৯; চ. বো. ২০১৭, ২০১৯]

১১. থার্মোপ্লাস্টিক পলিমার কী?

১২. থার্মোসেট-প্লাস্টিক পলিমার কী?

১৩. সংযোজন পলিমারকরণ কী?

১৪. ঘনীভবন পলিমারকরণ কী? [ রা. বো. ২০১৭; ঢা. বো. ২০১৯]

১৫. PVC ও টেফলন কোন শ্রেণির পলিমার?

১৬. নাইলন কী? [সি. বো. ২০১৫]

১৭. নাইলন ও ডেক্রন কোন শ্রেণির পলিমার?

১৮. এস্টার বন্ধন কোন পলিমারে থাকে?

১৯. অ্যামাইড বন্ধন কোন পলিমারে থাকে?

২০. গ্লাইকোসাইড বন্ধন কী?

২১. আলফা-গ্লাইকোসাইড বন্ধন কী? [য বো. ২০১৯]

২২. বিটা-গ্লাইকোসাইড বন্ধন কী?

২৩. পেপটাইড বন্ধন কী? [দি বো. ২০১৯; ঢা. বো. ২০১৭] [ঢা. বো. ২০১৯; দিবো. ২০১৭, ২০১৯; চ. বো. ২০১৭; সি. বো. ২০১৭]

২৪. ডাইপেপটাইড কী?

২৫. পলিপেপটাইড কী?

২৬. প্রাইমারি বা 1° প্রোটিন কী?

২৭. সেকেন্ডারি বা 2° প্রোটিন কী?

২৮. টারসিয়ারি বা 3° প্রোটিন কী?

২৯. প্রোটিনের স্বভাব চ্যুতি কী?

৩০. জুইটার আয়ন কী? [য. বো. ২০১৭]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!