PCl5 এর সংকরায়ন ব্যাখ্যা করো?

উত্তর: কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s, 3টি p ও একটি d অরবিটালের সংমিশ্রণে সমতুল্য নতুন 5টি sp3d সংকর অরবিটাল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে sp3d সংকরণ বলে । PCl5 যৌগে sp3d সংকরণ ঘটে। স্বাভাবিক অবস্থায় ফসফরাস এর 3s উপস্তরে 2টি এবং 3p উপস্তরে 3টি ইলেকট্রন থাকে। উত্তেজিত অবস্থায় 3s শক্তিস্তরের একটি ইলেকট্রন ফাঁকা 3d অরবিটালে উন্নীত হয়। এ পাঁচটি হাইব্রিড অরবিটাল 5টি Cl পরমাণুর 3p অরবিটালের সাথে 5টি সিগমা বন্ধন গঠন করে PCl5 কে ত্রিকোণীয় দ্বি-পিরামিড আকৃতি প্রদান করে এবং বন্ধন কোণ 90° এবং 120°। নিচে বিভিন্ন অবস্থায় ফসফরাসের বহিঃস্থস্তরের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো: এখানে অংশ গ্রহণকারী অরবিটালসমূহ 3s, 3px, 3py, 3px, 3dxy.

PCl5 অণুর অকৃতি

SF6 এর সংকরায়ন ব্যাখ্যা করো?

উত্তর: কোনো পরমাণু বা আয়নের একটি s অরবিটাল, তিনটি p অরবিটাল, দুটি d অরবিটালসমূহের মিশ্রণের ফলে 6টি সমতুল্য sp3d2 সংকর অরবিটাল গঠনের প্রক্রিয়াকে sp3d2 সংকরণ বলে। এক্ষেত্রে বর্গাকার দ্বিপিরামিড (square bipyramid) বা অষ্টতলীয়, (octahedral) আকৃতির জ্যামিতিক গঠনের ছয়টি (90°) কোণ বরাবর প্রলম্বিত ছয়টি সমতুল্য সংকর অরবিটাল গঠিত হয়। যেমন- SF6 এর অণুর কেন্দ্রীয় পরমাণু sp3d2 সংকর প্রদর্শন করে এবং অণুর আকৃতি অষ্টতলকীয়। নিচে বিভিন্ন অবস্থায় সালফারের বহিঃস্বস্তরের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। এখানে অংশ গ্রহণকারী অরবিটালসমূহ 3s, 3px, 3py, 3px, 3dxy, 3dyz.

SF6 অণুর অকৃতি

IF7 এর সংকরায়ন ব্যাখ্যা করো?

উত্তর: কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s, 3টি p ও তিনটি d অরবিটালের সংমিশ্রণে সমতুল্য নতুন 7 টি sp3d3 সংকর অরবিটাল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে sp3d3 সংকরণ বলে । IF7 এরূপ সংকরণের একটি উদাহরণ। IF7 এর কেন্দ্রীয় পরমাণু I এর ইলেকট্রন বিন্যাস 5s 5p, 5p.2 5p,উত্তেজিত অবস্থায় sp3d3 সংকরণ ঘটায়। এই সংকর অরবিটালগুলোর মধ্যে 5 অরবিটাল নিরক্ষীয় অঞ্চলে একটি সুষম পঞ্চভুজের পাচটি শীর্ষ বিন্দুর দিকে বিস্তৃত থাকে। এবং পরস্পরের সঙ্গে 72° কোণ করে। অপর দুটি সংকর অরবিটাল অক্ষীয় অঞ্চলে অবস্থান করে পঞভুজের তলের উপর লম্বভাবে অবস্থান করে। এই 7টি সংকর অরবিটাল 7টি F-পরমাণুর 2p অরবিটালের সঙ্গে অধিক্রমণ করে 7টি O-বন্ধন তৈরি করে এবং বন্ধন কোণ 72° এবং 90°। IF7 অণুর আকৃতি পঞভূজীয় দ্বি-পিরামিডীয়। নিচে বিভিন্ন অবস্থায় আয়োডিনের বহিঃস্বস্তরের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। এখানে অংশ গ্রহণকারী অরবিটালসমূহ 3s, 3px, 3py, 3px, 3dxy, 3dyz, 3dzx

IF7 অণুর অকৃতি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!