তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ইটিপি র কার্যপ্রণালীর মূলনীতি
পানিতে যদি উচ্চ ঘণমাত্রার আয়নিক দূষক বিদ্যমান থাকে তবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধিততে একটি তড়িৎ ডায়ালাইজার ব্যাবহৃত হয়। ইহা একটি তড়িৎ রাসায়নিক কোষ বিশেষ। কোষের অভ্যন্তরে ক্যাথোড এবং অ্যানোড ছাড়াও ক্যাটায়ন প্রবাহিত হওয়ার জন্য দুইটি ঝিল্লি এবং অ্যানায়ন প্রবাহিত হওয়ার জন্য দুইটি ঝিল্লি স্থাপন করা হয় । তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আয়নযুক্ত দূষক পানি ব্যবহৃত হয়। তড়িৎ কোষের উপর দিক দিয়ে দূষক পানি চালনা করা হয় এবং বাহ্যিক উৎসের সাহয্যে উহাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। এতে ক্যাটায়নিক দূষক ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় এবং ঝিল্লির মধ্য দিয়ে বাহিত হয়ে ক্যাথোডে গিয়ে চার্জমুক্ত হয়ে ধাতু হিসাবে জমা হয় । অপরদিকে অ্যানায়নিক দূষক অ্যানোড কর্তৃক আকর্ষিত হয় ঝিল্লির মধ্য দিয়ে বাহিত হয়ে অ্যানোডে গিয়ে চার্জমুক্ত হয়ে গ্যাস হিসাবে নির্গত হয়। এভাবে দূষক পানি বিশুদ্ধ হয় ।