তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা (Electrolytic Conductance) :
গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্যে দুটি উপযুক্ত তড়িদ্বার স্থাপন করে, তাদেরকে একটি পরিবাহি তার দ্বারা যুক্ত করে বিদ্যুৎ উৎস থেকে তড়িৎ প্রবাহিত করলে দেখা যায়, ক্যাটায়ন ক্যাথোডের দিকে এবং অ্যানায়ন অ্যানোডের দিকে ধাবিত হয়। ক্যাটায়ন ক্যাথোডের (ঋণাত্মক তড়িৎদ্বার) থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে প্রশম পরমাণু বা অণুতে পরিণত হয় এবং ক্যাথোডে জমা হয়। অপর দিকে অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে পরমাণু বা অণুতে পরিণত হয়।
তড়িৎ-বিশ্লেষণের ব্যাখ্যা :
মনে করি, AB একটি তড়িৎ-বিশ্লেষ্য। AB এর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ বিষয়টি ব্যাখ্যা করা যাক। গলিত বা দ্রবীভূত অবস্থায়, AB নিম্নোক্তভাবে বিয়োজিত হয় :
AB(aq) ↔ A+ + B–
তড়িৎ প্রবাহিত করলে দ্রবণে উপস্থিত ক্যাটায়ন (A+ ) ক্যাথোডের দিকে এবং অ্যানায়ন (B) অ্যানোডের দিকে ধাবিত হয়।
এ ক্যাটায়ন A+ ক্যাথোডে গিয়ে e– গ্রহণ করে A পরমাণুতে পরিণত হয়।
A+ + e– → A (পরমাণু)
যদি A পরমাণু সুস্থিত হয় তবে পারমাণবিক অবস্থাতেই (যথা ধাতু)।
অন্যথায় অণু হিসেবে (যেমন : দ্বিপরমাণুক H2) সঞ্চিত হয়।
A + A → A2 (অণু) ।
যদি A বা A2 কঠিন বা তরল পদার্থ হয় তবে তড়িত্বারে জমা হয় কিংবা পাত্রের তলায় অধঃক্ষিপ্ত হয়। অনুরূপভাবে B– অ্যানায়ন অ্যানোডে গিয়ে ও বর্জন করে পরমাণু বা অণু হিসেবে নির্গত হয়।
2B– – 2e– → 2B (পরমাণু)
B+ B → B2 (অণু)
তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক:
নিন্নোক্ত বিষয় গুলোর তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহন ক্ষমতা নির্ভরশীল।
সক্রিয়াতা সিরিজে অবস্থান : সক্রিয়তা সিরিজে যে আয়নের অবস্থান যত নিচে সে তত দ্রুত তড়িৎদ্বারের দিকে অগ্রসর হয়। যেমন : যে দ্রবণে Na+ ও H+ একত্রে থাকে সে দ্রবণে বিদ্যুৎপ্রবাহিত করলে H+ আগে ক্যাথোডে গমন করে।
দ্রবণে আয়নের ঘনমাত্রা : কোনো দ্রবণে যে আয়নের ঘনমাত্রা বেশি থাকে সে আয়নটি দ্রুত তড়িৎদ্বারের দিকে ধাবিত হয়। যেমন : NaCl এর জলীয় দ্রবণে Cl– এর ঘনমাত্রা বেশি হলে সক্রিয়তা সিরিজে এর অবস্থান OH– এর উপরের হওয়া সত্ত্বেও এটিই আগে অ্যানোডের দিকে ধাবিত হবে।
তড়িৎদ্বারের প্রকৃতি : তড়িৎদ্বারের প্রকৃতির উপর দ্রবণে উপস্থিত কোন আয়নটি আগে তড়িৎদ্বারের দিকে গমন করবে তা নির্ভর করে। যেমন : সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্যাথোড হিসেবে প্লাটিনাম ব্যবহার করলে H+ আয়নটি ক্যাথোডের দিকে আগে যাবে। যদি ক্যাথোড হিসেবে মারকারি (Hg) ব্যবহার করা হয় তবে ক্যাথোডের দিকে সোডিয়াম আগে গমন করবে।