পানির DO :-
প্রতি লিটার নমুনা পানির অক্সিজেন সম্পৃক্তকরণে ঐ পানিতে দ্রবীভূত অক্সিজেনের (dissolved oxygen) এর পরিমাণকে ঐ পানির DO বলা হয়।
15°C-এ অক্সিজেন সম্পৃক্ত পানিতে DO এর মান হয় 10mg/L বা 10 ppm [ppm = parts per million) বা, per pico metre = 10-12 m ] 20°C তাপমাত্রায় অক্সিজেন পানিতে DO এর মান 9.2 ppm হয়।
পানির DO এর মান নিম্নের বিষয়গুলোর উপর নির্ভরশীল-
DO এর হ্রাস:-
১. তাপমাত্রা বৃদ্ধি পেলে, পনির DO এর মান হ্রাস পায় ।
২. পানিতে ঢেউ বেশি হলে, পানির DO এর মান হ্রাস পায় ।
৩. পৃথিবীর কোন স্থানে নিম্নচাপ হলে, পানির DO এর মান হ্রাস পায়।
৪. পানিতে জৈব পদার্থ এবং জীবানুর সংখ্যা বেশি হলে, পানির DO এর মান হ্রাস পায়।
৫. পানিতে বিভিন্ন পদার্থে পচনের মাত্রা বৃদ্ধির সাথে সাথে, পানির DO এর মান হ্রাস পায়।
DO এর বৃদ্ধি:-
১. পৃথিবীর কোন স্থানের চাপ বেড়ে গেলে, পানির DO এর মান বৃদ্ধি পায়।
২. বায়ু প্রবাহ প্রবাহ বেড়ে গেলে, পানির DO এর মান বৃদ্ধি পায়।
৩. পানিতে সালোক সংশ্লেষী উদ্ভিদের সংখ্যা যত বাড়ে, পানির DO এর মান বৃদ্ধি পায়।
DO নির্ণয়ের মূলনীতি :
দ্রবীভূত অক্সিজেন নির্ণয়ের মাধ্যমে পানির বিশুদ্ধতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। বর্জ্য পানির দূষণমাত্রা নির্ধারণে ব্যবহৃত জীব অক্সিজেন চাহিদা (Biological Oxygen Demand) পরিমাপের ভিত্তি হচ্ছে প্রভূত আক্সজেন। গ্রাহক পানি এবং পয়ঃনিষ্কাশন এবং শিল্পজাত বর্জ্য পানির বায়বীয় বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখার জন্য দ্রবীভূত অক্সিজেন পরিমাপ অপরিহার্য। সংশোধিত উইংকলার (Winkler’s method) পদ্ধতিতে আয়োডোমিতির মাধ্যমে দ্রবীভূত অক্সিজেন পরিমাপ করা যায়।
পদ্ধতি (Method) :
i. ক্ষারকীয় পটাশিয়াম আয়োডাইডযুক্ত পানির নমুনায় ম্যাঙ্গানিজ সালফেট(MnSO4) যোগ করা হয়। ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড ও পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়।
অর্থাৎ i. MnSO4 + 2KOH → Mn(OH)2 + K2SO4
ii. পানির দ্রবীভূত অক্সিজেন দ্বারা Mn(OH)2 জারিত হয়ে ক্ষারীয় ম্যাঙ্গানিজ অক্সাইড উৎপন্ন হয় ।
2Mn(OH)2 + O2 (দ্রবীভূত অক্সিজেন থেকে প্রাপ্ত) → 2MnO(OH) 2 (ক্ষারীয় ম্যাঙ্গানিজ অক্সাইড)।
iii. ক্ষারীয় ম্যাঙ্গানিজ অক্সাইডে H2SO4 যোগ করলে ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হয়।
MnO(OH)2 + 2H2SO4 → Mn(SO4)2 + 3H2O
iv. উৎপন্ন Mn(SO)4 পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন বিমুক্ত করে।
Mn(SO4)2 + 2KI → MnSO4 + K2SO4 + I2
v. স্টার্চ নির্দেশক ব্যবহার করে মুক্ত আয়োডিনকে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করা হয়।
2Na2S2O3 + I2 → Na2S4O6 (সোডিয়াম টেট্রাথায়োনেট) + 2Nal
প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, মুক্ত আয়োডিন নমুনায় বিদ্যমান অক্সিজেনের পরিমাণের সমতুল। দ্রবীভূত অক্সিজেন সচরাচর mg/L (ppm) এককে প্রকাশ করা হয়।
DO গণনা : উপরিউক্ত সমীকরণ অনুসারে,
DO এর গুরুত্ব :
(১) নদী ও পুকুরের পানিতে জৈব বস্তুর পচনের ফলে পানির DO কমে যায়; তখন বায়ুজীবী (aerobic) জলজ প্রাণী মাছ মারা যায়। কিন্তু অবায়ুজীবী (anaerobic) জলজ উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া ঐ পানিতে বৃদ্ধি পায় এবং ব্যাকটেরিয়া আক্রান্ত মাছ মরে যায়।
(২) পানিতে DO এর মান কম হলে পচনশীল জৈব বস্তুর অসম্পূর্ণ জারণ ঘটে। ফলে পানিতে মিথেন (CH4), H2S ফসফিন (PH3) ও অ্যামিন জাতীয় যৌগ উৎপন্ন হয়। তখন ঐ দূষিত পানি দুর্গন্ধ ছড়ায়। পয়ঃবর্জ্য, মলমূত্র, শিল্প কারখানার তরল বর্জ্য পচনশীল বর্জ্যরূপে পানির DO এর মান হ্রস করে।
(3) সারফেস ওয়াটারের DO এর মান 5 ppm এর কম হলে বায়ুজীবী জলজ প্রাণী কমে গিয়ে অবায়জীবী উদ্ভিদ ও প্রাণী বেড়ে যাবে। এর নিট ফল প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে। তখন বিষাক্ত গ্যাস ও অস্বাস্থ্যকর গন্ধ ছড়িয়ে পড়ে।