

উদাহরণ:
১. অজ্ঞাত মাত্রার HCl দ্রবণের মধ্যে 1g বিশুদ্ধ চুনাপাথর যোগ করা হলো। এসিড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে আরও 1mL 0.25M Na2CO3 দ্রবণ যোগ করার প্রয়োজন হয়। এসিড দ্রবণের মাত্রা নির্ণয় কর।
২. 50 mL অজ্ঞাত মাত্রার HCl দ্রবণের মধ্যে 0.245 g ভরের এক টুকরা Mg যোগ করা হলো। এসিড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে অতিরিক্ত 25 mL 0.25 M Na2CO3 দ্রবণকে যোগ করার প্রয়োজন হয়েছিল। এসিড দ্রবণের মোলার ঘনমাত্রা নির্ণয় কর। [উত্তর :0.65 M]
৩. 30 mL অজ্ঞাত মাত্রার Na2CO3 দ্রবণের মধ্যে উপযুক্ত নির্দেশক যোগ করে দ্রবণের মধ্যে 15 mL 1.0 M HCl দ্রবণ যোগ করা হলো । ক্ষার দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে এতে আরও 2.5 mL 0.25 M H2SO4 দ্রবণ যোগ করার প্রয়োজন হয়েছিল। ক্ষার দ্রবণের মাত্রা নির্ণয় কর। [উত্তর : 0.2604 M]
৪. অজ্ঞাত মাত্রার HCl দ্রবণের মধ্যে 1 g বিশুদ্ধ চুনাপাথর যোগ করা হলো। এসিড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে এত আরও 10 mL 0.25 M Na2CO3 দ্রবণ যোগ করার প্রয়োজন। এসিড দ্রবণের মাত্রা নির্ণয় কর। [উত্তর: 0 833M]
৫. অজ্ঞাত ভরের টুকরা Mg কে 100 mL 0.5 M HCl দ্রবণের মধ্যে গ করা হলো। দ্রবণের অতিরিক্ত এসিডকে পূর্ণ প্রশমিত করতে 5% (w/v) Na2CO3 দ্রবণের 5 mL আয়তনের প্রয়োজন পড়ে। Mg/(24.24) টুকরার ভর নির্ণয়
৬. একটি অজ্ঞান ঘনমাত্রার HCl এর 30 mL আয়তনের দ্রবণ একটি কনিক্যাল ফ্লাস্কে নিয়ে তাতে 0.250g গুঁড়া CaCO3 যোগ করা হলো। অতিরিক্ত HCl কে প্রশমিত করতে 0.050M ঘনমাত্রার 26 mL NaOH দ্রবণ প্রয়োজন হলো। প্রদত্ত HCl দ্রবণের মোলারিটি কত? [উ: 0.21M]
৭. 47.7 mL 0.25 M H2SO4 দ্রবণের মধ্যে অজ্ঞাত ভরের এক টুকরা দস্তা যোগ করা হলো। অতিরিক্ত এসিডকে পূর্ণ প্রশমিত করতে অতিরিক্ত 5.0 mL 0.115 M Na2CO3 দ্রবণের প্রয়োজন হয়েছিল। দস্তার টুকরার ভর নির্ণয় কর।(Zn=65.4) [উত্তর :0.74229 g]
৮. 50 mL অজ্ঞাত মাত্রার নমুনা HCl দ্রবণের মধ্যে 1.5 g বিশুদ্ধ চুনাপাথর যোগ করা হলো। অতিরিক্ত চুনাপাথরকে সম্পূর্ণভাবে দ্রবীভূত করতে দ্রবণে আরও 20 mL ডেসিমোলার ঘনমাত্রার অতিরিক্ত HCl দ্রবণের প্রয়োজন হয়েছিল। নমুনা HCl দ্রবণের মাত্রা নির্ণয় কর। [উত্তর :0.56 M]
৯. একটি সরবরাহকৃত চুনাপাথর নমুনার 3.5 g পরিমাণকে নিয়ে একে 60 mL 1M HCl দ্রবণের মধ্যে যোগ করা হলো। দ্রবণের অতিরিক্ত এসিডকে পূর্ণ প্রশমিত করতে 12.5 mL 0.25 M Na,CO, দ্রবণের প্রয়োজন হয়। চুনাপাথরে CaCO3 এর বিশুদ্ধতার শতকরা হার কত? [উত্তর: 76.7857%]