রাদারফোর্ডের মডেল এবং বোর মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য ? বিশ্লেষণ কর।

 

রাদারফোর্ডের মডেলের উল্লেযোগ্য প্রস্তাবসমূহ :

ক. পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস বিদ্যমান ।

খ. পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন নামক ঋনাত্মক কণিকা সর্বদা ঘূর্ণায়মান ।

গ. নিউক্লিয়াসে ধনাত্মাক চার্জ যুক্ত প্রোটন সংখ্যা উহার চতুর্দিকে ঘূর্ণয়মান ঋনাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন সংখ্যা পরষ্পর সমান বলে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ ।

ঘ. পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে বিরাজিত কেন্দ্রমূখী স্থির বৈদ্যুতিক আকর্ষন বল এবং কেন্দ্রবিমূখী বলের মান পরষ্পর সমান এবং বিপরীতমুখী ।

 

বোর মডেলের উল্লেযোগ্য প্রস্তাবসমূহ :

ক. ইলেকট্রনের স্থির কক্ষ পথ বা শক্তিস্তর সম্পর্কিত ধারণা।

খ. ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা।

গ. ইলেকট্রনের শক্তি শোষণ, বিকিরণ এবং বর্ণলী সৃষ্টির   ধারণা।

 

রাদারফোর্ড ও বোর মডেলের প্রস্তাবসমূহ বিশ্লেষণ করলে নিম্নলিখিত বিষয়সমূহ পরিলক্ষিত  হয় –

১. রাদারফোর্ড মডেল পরমাণুর বর্ণালীর সর্ম্পকে কোন ব্যাখ্যা দিতে না পারলেও বোর মডেল পারে ।

২. রাদারফোর্ড মডেল থেকে ইলেকট্রনের কক্ষপথের  আকার ও আকৃতি সম্বন্ধে কোন ধারণা পাওয়া না গেলেও বোর মডেল থেকে পাওয়া যায় ।

৩. পরমানুর শক্তিস্তরসমূহের মধ্যে ইলেকট্রন স্থানান্তরের জন্যে সৃষ্ট বিভিন্ন বিকিরণ সম্পর্কিত ধারণা  রাদারফোর্ড মডেল  থেকে না পাওয়া গেলেও বোর মডেল থেকে পাওয়া যায়

৪. রাদারফোর্ড মডেল থেকে ইলেকট্রনের কৌনিক ভরবেগ সম্বন্ধে কোন ধারণা পাওয়া না গেলেও বোর মডেল থেকে পাওয়া যায় ।

৫.রাদারফোর্ড মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি ও বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পঙ্ক নির্ণয় করা না গেলেও বোর মডেল থেকে নির্ণয় করা যায়।

৬.রাদারফোর্ড মডেল পরমাণুর সুস্থিতি ব্যাখ্যা করতে না পারলেও বোর মডেল পারে ।

তাই বোর মডেল সামান্য কিছু সীমাদ্ধতা থাকলে পরমাণু সম্পর্কিত সবচেয়ে বেশি ধারণা আমরা বোর মডেল থেকে পাই। তাই বোর মডেলটি রাদারফোর্ড মডেল থেকে অধিক গ্রহনযোগ্য ।

2 thoughts to “রাদারফোর্ডের মডেল এবং বোর মডেলের মধ্যে গ্রহণযোগ্যতা বিশ্লেষণ।

  • Oli Ullah

    very helpful for us

    Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *