পানির COD (Chemical Oxygen Demand)
পরিবেশ রসায়নে সারফেস ওয়াটারে রাসায়নিক অক্সিজেন চাহিদা (Chemical Oxygen Demand ) বা COD এর মান দ্বারা ঐ নমুনা পানিতে পরেোক্ষভাবে পচনশীল জৈব বস্তু (biodegradable) ও অপচনশীল জৈব যৌগ (Non-biodegradable) এ উভয় প্রকার জৈববস্তু ও জৈব যৌগের পরিমাণ ও পরিমাপ করা হয় । তাই BOD এর মান অপেক্ষা COD এর মান বেশি। নির্ণীত COD এর মান থেকে সারফেস ওয়াটার যেমন নদী, হ্রদ ও বর্জ্যপানিতে দূষক পচনশীল জৈব বস্তু ও জৈব যৌগের পরিমাণ জানা যায় অর্থাৎ পানির বিশুদ্ধতার মান জানা যায় । WHO অনুমোদিত CODএর সবোর্চ্চ মাত্র হল 10 ppm.
প্রতি লিটার সারফেস ওয়াটারের নমুনায় থাকা দূষক পচনশীল জৈব বস্তু ও অপচনশীল জৈব যৌগকে সম্পূর্ণ জারিত করে CO2, NH3, H2S ও H2O তে পরিণত করতে যে পরিমাণ ভরের অক্সিজেন ঐ পানির DO থেকে দরকার হয়, তাকে ঐ পানির COD বলে । একক হলো mg/L বা, ppm (parts per million),
কার্যপদ্ধতি (Procedure of Chemical Oxygen Demand or COD):-
১. প্রথমে নমুনা পানি সংগ্রহ কর । পানির 10 – 50 mL নমুনা একটি 250 mL কনিক্যাল ফ্লাস্কে নাও।
২. নমুনা পানির মধ্যে 10 – 20 mL 0.25 M K2Cr2O7 দ্রবণ ও 18 M H2SO4 মিশ্রিত দ্রবণ, 1 g Ag2SO4 (silver sulfate বা silver(i) sulfate) ও 1 g HgSO4 (Mercury(II) sulfate mercuric sulfate) যোগ কর। এক্ষেত্রে Ag2SO4 (silver sulfate বা silver(i) sulfate) প্রভাবক হিসেবে কাজ করে এবং HgSO4 কে ক্লোরাইড প্রভাবক দূর করতে ব্যবহার করা হয়।
৩. মিশ্রণকে প্রায় 6 ঘণ্টাকাল রিফ্ল্যাক্স করি, এর ফলে জারন বিক্রিয়া সম্পূর্ন হয় ।
3[CH2O] + 2K2Cr2O7 + 8H2SO4 = 3CO2 + 2Cr2(SO4)3 + 2K2SO4 + 11H2O
৪. দ্রবণকে শীতল করে নাও। বিক্রিয়ায অব্যবহৃত K2Cr2O7 কে 8 – 10 ফোটা ফেরাইন (Ferroin, [Fe(C12H8N2)3]SO4) নির্দেশক উপস্থিতিতে H2SO4 এ দ্রবীভূত 0.1 M মোর লবণের সাহায্যে টাইট্রেট করি।
6Fe(NH4)2(SO4)2·6H2O + K2Cr2O7 + 7H2SO4 = 3Fe2(SO4)3 + Cr2(SO4)3 + K2SO4 + 43H2O + 6(NH4)2SO4
৫. নিচের সমীকরণের সাহায্যে COD নির্ণয় করি।
এখানে,
V1 = মোরের লবণ দ্রবণের আয়তন (blank test)
V2 = নমুনার আয়তন(Sample test)
X = পরীক্ষায় জন্য গৃহীত নমুনার আয়তন
M = মোর লবণের ঘনমাত্রা।
One thought to “পানির COD এর বিস্তারিত”
Hi nice website https://google.com