সবজি কৌটাজাতকরণ প্রণালি  :

সবজি কৌটাজাতকণের সাধারণ ধাপগুলো হলো-

১.বাছাইকরণ : টাটকা সতেজ সবজি বাছাই করে নেয়া হয় ।

২.ধৌতকরণ : বাছাইকৃত সবজি ভালো করে ধুয়ে বালিমুক্ত করা হয় ।

৩. খোসা ছাড়ানো ও কাটা : ভালোভাবে খোসা ছড়িয়ে সুবিধাজনক টুকরা করা হয়।

৪.ব্লঞ্চিং (ভাপানো) : নির্দিষ্ট সময়ের জন্য ফুটন্ত পানিতে বা স্টিমে সিদ্ধ করে সবজিকে জীবাণুমুক্ত করা হয়।

৫.কৌটায় নিম্নজ্জন : স্টেরিলাইজ করা কৌটায় সুন্দরভাবে সবজির টুকরা সাজিয়ে ২% লবণ পানি ঢালা হয়।

৬.বাতাস নিঃসরণ ও ঢাকনা বন্ধ করা : উত্তপ্ত করে বাতাস সরিয়ে সিলার দিয়ে কৌটার মুখ বন্ধ করা হয়।

৮.পাস্তুরিতকরণ ও লেবেল আঁটা : নির্দিষ্ট সময়ের জন্য কৌটা গরম করে জীবাণু ধ্বংস করা হয়। এরপর লেবেল এটে কৌটাভর্তি সবজি বাজারজাত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!