প্রশ্ন: গ্যাস তলরীকরণে বয়েল ও চালর্সের সূত্র এবং জুল থমসন প্রভাবের গুরুত্ব ব্যখ্যা কর।
অথবা, গ্যাস তলরীকরণে গ্যাস সূত্রের প্রয়োগ ব্যাখ্যা করো।
কোনো গ্যাসকে তরলীকরণ করতে হলে গ্যাসটির তাপমাত্রা সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা নিচে এনে এতে চাপ প্রয়োগ করলেই গ্যাস তরলে পরিণত হয় এক্ষেত্রে বয়েলের সূত্র, চালর্সের সূত্র ও জুল থমসন প্রভাব প্রয়োগ করা হয়।
i) বয়েলের সূত্রানুসারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক । অর্থাৎ এ সূত্রানুসারে গ্যাসের চাপ বৃদ্ধি পেতে থাকলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় এর আয়তন হ্রাস পেয়ে ধীরে ধীরে তরলে তরলে পরিণত হয়। গ্যাসকে তরলীকরণ করতে হলে গ্যাসটির তাপমাত্রা অবশ্যই সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা নিচে এনে চাপ প্রয়োগ করতে হবে।
ii) চালর্সের সূত্রানুযারী স্থির চাপে নির্দিষ্ট ভবের কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক । এ সূত্র অনুসারে নির্দিষ্ট চাপে গ্যাসের তাপমাত্রা কমাতে থাকলে এর আয়তন হ্রাস পেয়ে ধীরে ধীরে তরলে পরিণীত হবে
iii) জুল থমসন প্রভাব অনুযায়ী গ্যাস অণুসমূহকে সরু ছিদ্র পথে উচ্চচাপীয় অঞ্চল হতে নিম্নচাপীয় অঞ্চলে সম্প্রসারিত হতে দিলে এর তাপমাত্রা হ্রাস পায়। এভাবেই তাপমাত্রা হ্রাস পেয়ে একসময় নির্দিষ্ট চাপে এটি তরলে পরিণত হয়।
এভাবেই বয়েলের সূত্রানুসারে চাপ বৃদ্ধি করে এবং চালর্সের সূত্রানুসারে তাপমাত্রা হ্রাস করে ও বার বার জুল থমসন প্রভাব প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করা হয়।