CuSO4 এর সাথে  KI, Na2S2O3 এর সাথে I2 এবং SnCl2 এর সাথে FeCl3 এর জারণ-বিজারণ বিক্রিয়া সমতাকরণ

(ক) প্রশ্নঃ আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নের সমীকরণের জারন-বিজারন অর্ধবিক্রিয়ার মাধ্যমে প্রকাশ কর।

        Cu2+  +   2I           Cu22+    +   I2

অথবা, কপার সালফেট ও পটাশিয়াম আয়োডোইড জারন-বিজারন বিক্রিয়াটি অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা সহ লিখ।

অথবা, আয়ন-ইলেকট্রন  পদ্ধতিতে নিম্নলিখিত রাসায়নিক সমীকরণটি সমতা বিধান কর এবং জারন-বিজারন অর্ধসমীকরণ দেখাও।

                     CuSO4  +  KI     K2SO4     +  Cu2I2  +  I2

উত্তরঃ এক্ষেত্রে, বিজারক : KI / I–  এবং জারক:  CuSO4/Cu22+

জারণ অর্ধবিক্রিয়াঃ    2I – 2e I2  ………………………………………………………(i)

বিজারণ অর্ধবিক্রিয়াঃ   Cu2+ + e Cu22+……………………………………………….(ii)

সমীকরণ (ii) কে  2  দ্বারা গুণ করে (i) এর সাথে যোগ করি –

2I – 2e I2

 2Cu2+ + 2e 2Cu22+

………………………………………………………………………………………………………………….

         2Cu2+  +   2I      2Cu22+    +   I2

প্রয়োজনীয় দর্শক আয়ন যুক্ত করে পাই,

2CuSO4  + 4KI     2K2SO4     +  Cu2I2  +  I2

ইহাই নির্ণেয় সমাতকৃত সমীকরণ ।

(খ) প্রশ্নঃ আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নের সমীকরণের জারন-বিজারন অর্ধবিক্রিয়ার মাধ্যমে প্রকাশ কর।

                    S2O32-  +  I2          S4O62- +   2I–  

অথবা, সোডিয়াম থায়োসালফেট ও আয়োডিনের  জারন-বিজারন বিক্রিয়াটি অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা সহ লিখ।

অথবা, আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নলিখিত রাসায়নিক সমীকরণটি সমতা বিধান কর এবং জারন-বিজারন অর্ধসমীকরণ দেখাও।

                       Na2S2O3 +  I2       Na2S4O6  +  2NaI

উত্তরঃ এক্ষেত্রে, বিজারক : S2O32- /S4O62-   এবং জারক:  I2 /I–  

জারণ অর্ধবিক্রিয়াঃ    S2O32-  – 2e S4O62-   ……………………………………….(i)

বিজারণ অর্ধবিক্রিয়াঃ   I2  + 2e   2I–  …………………………………………………(ii)

সমীকরণ (ii) কে  2  দ্বারা গুণ করে (i) এর সাথে যোগ করি –

S2O32-  – 2e S4O62-

 I2  + 2e   2I

………………………………………………………………………………………………………………….

             S2O32-  +  I2          S4O62- +   2I–  

প্রয়োজনীয় দর্শক আয়ন যুক্ত করে পাই,

   2Na2S2O3 +  I2       Na2S4O6  +  2NaI

ইহাই নির্ণেয় সমাতকৃত সমীকরণ ।

(গ) প্রশ্নঃ আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নের সমীকরণের জারন-বিজারন অর্ধবিক্রিয়ার মাধ্যমে প্রকাশ কর।

                    Sn2+  +   Fe3+           Sn4+    +   Fe2+

অথবা, ফেরিক ক্লোরাইডের ও স্টেনাস ক্লোরাইডের জারন-বিজারন বিক্রয়াটি অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা সহ লিখ।

অথবা, আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নলিখিত রাসায়নিক সমীকরণটি সমতা বিধান কর এবং জারন-বিজারন অর্ধসমীকরণ দেখাও।

                    SnCl2 +  FeCl3       FeCl2  +  SnCl4

উত্তরঃ এক্ষেত্রে, বিজারক : SnCl2/Sn2+  এবং জারক: FeCl3 /Fe2+

জারণ অর্ধবিক্রিয়াঃ    Sn2+  – 2e Sn4+ ……………………………………………….(i)

বিজারণ অর্ধবিক্রিয়াঃ   Fe3+ + e Fe2 +……………………………………………….(ii)

সমীকরণ (ii) কে  2  দ্বারা গুণ করে (i) এর সাথে যোগ করি –

Sn2+  – 2e Sn4+ 

2Fe3+ + 2e 2Fe2 +

………………………………………………………………………………………………………………….

   Sn2+  +   2Fe3+        Sn4+    +   2Fe2+

প্রয়োজনীয় দর্শক আয়ন যুক্ত করে পাই,

 SnCl2 +  2FeCl3       2FeCl2  +  SnCl4

ইহাই নির্ণেয় সমাতকৃত সমীকরণ ।

Leave a Reply