(ক) প্রশ্নঃ আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নের সমীকরটি জারন-বিজারন অর্ধবিক্রিয়ার মাধ্যমে প্রকাশ কর।
10Fe2+ + 2MnO4– + 16H+ ⟶ 10Fe2+ + 2Mn2+ + 8H2O
অথবা, অম্লীয় পটাসিয়াম ডাই-ক্রোমেটের সাথে ফেরাস লবণের বিক্রিয়াটি জারন-বিজারন অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা সহ দেখাও।
অথবা, আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নলিখিত রাসায়নিক সমীকরণটি সমতা বিধান কর এবং জারন-বিজারন অর্ধসমীকরণ দেখাও।
FeSO4 + KMnO4 + H2SO4 ⟶ Fe2(SO4)3 + K2SO4 + MnSO4 + H2O
উত্তরঃ এক্ষেত্রে, বিজারক : FeSO4 / Fe2+ এবং জারক: KMnO4 / Mn2+
জারণ অর্ধবিক্রিয়াঃ 2Fe2+ – 2e– ⟶ 2Fe2+ ……………………………………………….(i)
বিজারণ অর্ধবিক্রিয়াঃ MnO4– + 5e– + 8H+ ⟶ Mn2+ + 4H2O……………………..(ii)
সমীকরণ (i) কে 5 দ্বারা এবং (ii) কে 2 দ্বারা গুণ করে যোগ করি –
10Fe2+ – 10e– ⟶ 10Fe2+
2MnO4– + 10e– + 16H+ ⟶ 2Mn2+ + 8H2O
………………………………………………………………………………………………………………….
10Fe2+ + 2MnO4– + 16H+ ⟶ 10Fe2+ + 2Mn2+ + 8H2O
প্রয়োজনীয় দর্শক আয়ন যুক্ত করে পাই,
10FeSO4 + 2KMnO4 + 8H2SO4 ⟶ 5Fe2(SO4)3 + K2SO4 + MnSO4
+ 8H2O
ইহাই নির্ণেয় সমাতকৃত সমীকরণ ।
(খ) প্রশ্নঃ আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নের সমীকরটি জারন-বিজারন অর্ধবিক্রিয়ার মাধ্যমে প্রকাশ কর।
5S2- + 2MnO4– + 16H+ ⟶ 5S + 2Mn2+ + 8H2O
অথবা, অম্লীয় পটাসিয়াম ডাই-ক্রোমেটের সাথে হাইড্রোজেন সালফেটের বিক্রিয়াটি জারন-বিজারন অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা সহ দেখাও।
অথবা, আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নলিখিত রাসায়নিক সমীকরণটি সমতা বিধান কর এবং জারন-বিজারন অর্ধসমীকরণ দেখাও।
H2S + KMnO4 + H2SO4 ⟶ S + K2SO4 + MnSO4
+ H2O
উত্তরঃ এক্ষেত্রে, বিজারক : H2S / S2- এবং জারক: KMnO4 / Mn2+
জারণ অর্ধবিক্রিয়াঃ S2- – 2e– ⟶ S ………………………………………………………..(i)
বিজারণ অর্ধবিক্রিয়াঃ MnO4– + 5e– + 8H+ ⟶ Mn2+ + 4H2O………………….(ii)
সমীকরণ (i) কে 5 দ্বারা এবং (ii) কে 2 দ্বারা গুণ করে যোগ করি –
5S2- – 10e– ⟶ 5S
2MnO4– + 10e– + 16H+ ⟶ 2Mn2+ + 8H2O
………………………………………………………………………………………………………………….
5S2- + 2MnO4– + 16H+ ⟶ 3S + 2Mn2+ + 8H2O
প্রয়োজনীয় দর্শক আয়ন যুক্ত করে পাই,
5H2S + 2KMnO4 + 3H2SO4 ⟶ 5S + K2SO4 + 2MnSO4
+ 8H2O
ইহাই নির্ণেয় সমাতকৃত সমীকরণ ।
(গ) প্রশ্নঃ আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নের সমীকরটি জারন-বিজারন অর্ধবিক্রিয়ার মাধ্যমে প্রকাশ কর।
5O22- + 2MnO4– + 16H+ ⟶ 5O2 + Mn2+ + 8H2O
অথবা, অম্লীয় পটাসিয়াম ডাই-ক্রোমেটের সাথে হাইড্রোজেন সালফেটের বিক্রিয়াটি জারন-বিজারন অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা সহ দেখাও।
অথবা, আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নলিখিত রাসায়নিক সমীকরণটি সমতা বিধান কর এবং জারন-বিজারন অর্ধসমীকরণ দেখাও।
H2O2 + KMnO4 + H2SO4 ⟶ O2 + K2SO4 + MnSO4
+ H2O
উত্তরঃ এক্ষেত্রে, বিজারক : H2O2 / O22- এবং জারক: KMnO4 / Mn2+
জারণ অর্ধবিক্রিয়াঃ O22- – 2e– ⟶ O2 …………………………………………………….(i)
বিজারণ অর্ধবিক্রিয়াঃ MnO4– + 5e– + 8H+ ⟶ Mn2+ + 4H2O……………………(ii)
সমীকরণ (i) কে 5 দ্বারা এবং (ii) কে 2 দ্বারা গুণ করে যোগ করি –
5O22- – 10e– ⟶ 5O2
2MnO4– + 10e– + 16H+ ⟶ 2Mn2+ + 8H2O
………………………………………………………………………………………………………………….
5O22- + 2MnO4– + 16H+ ⟶ 5O2 + 2Mn2+ + 7H2O
প্রয়োজনীয় দর্শক আয়ন যুক্ত করে পাই,
5H2O2 + 2KMnO4 + 3H2SO4 ⟶ 5O2 + K2SO4 + 2MnSO4
+ 8H2O
ইহাই নির্ণেয় সমাতকৃত সমীকরণ ।
(ঘ) প্রশ্নঃ আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নের সমীকরটি জারন-বিজারন অর্ধবিক্রিয়ার মাধ্যমে প্রকাশ কর।
C2O42- + 2MnO4– + 16H+ ⟶ 2CO2 + 2Mn2++ 8H2O
অথবা, অম্লীয় পটাসিয়াম ডাই-ক্রোমেটের সাথে হাইড্রোজেন সালফেটের বিক্রিয়াটি জারন-বিজারন অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা সহ দেখাও।
অথবা, আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নলিখিত রাসায়নিক সমীকরণটি সমতা বিধান কর এবং জারন-বিজারন অর্ধসমীকরণ দেখাও।
H2C2O4 + KMnO4 + H2SO4 ⟶ 2CO2 + K2SO4 + MnSO4
+ H2O
উত্তরঃ এক্ষেত্রে, বিজারক : H2C2O4 / C2O42- এবং জারক: KMnO4 / Mn2+
জারণ অর্ধবিক্রিয়াঃ C2O42- – 2e– ⟶ 2CO2 ……………………………………………..(i)
বিজারণ অর্ধবিক্রিয়াঃ MnO4– + 5e– + 8H+ ⟶ Mn2+ + 4H2O…………………..(ii)
সমীকরণ (i) কে 5 দ্বারা এবং (ii) কে 2 দ্বারা গুণ করে যোগ করি –
5C2O42- – 10e– ⟶ 10CO2
2MnO4– + 10e– + 16H+ ⟶ 2Mn2+ + 8H2O
………………………………………………………………………………………………………………….
5C2O42- + 2MnO4– + 16H+ ⟶ 10CO2 + 2Mn2+ + 8H2O
প্রয়োজনীয় দর্শক আয়ন যুক্ত করে পাই,
5H2C2O4 + 2KMnO4 + 3H2SO4 ⟶ 10CO2 + K2SO4 + 2MnSO4
+ 8H2O
ইহাই নির্ণেয় সমাতকৃত সমীকরণ ।
(ঙ) প্রশ্নঃ আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নের সমীকরটি জারন-বিজারন অর্ধবিক্রিয়ার মাধ্যমে প্রকাশ কর।
2I– + MnO4– + 16H+ ⟶ I2 + 2Mn2+ + 8H2O
অথবা, অম্লীয় পটাসিয়াম ডাই-ক্রোমেটের সাথে হাইড্রোজেন সালফেটের বিক্রিয়াটি জারন-বিজারন অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা সহ দেখাও।
অথবা, আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে নিম্নলিখিত রাসায়নিক সমীকরণটি সমতা বিধান কর এবং জারন-বিজারন অর্ধসমীকরণ দেখাও।
KI + KMnO4 + H2SO4 ⟶ I2 + K2SO4 + MnSO4
+ H2O
উত্তরঃ এক্ষেত্রে, বিজারক : KI / I– এবং জারক: KMnO4 / Mn2+
জারণ অর্ধবিক্রিয়াঃ 2I– – 2e– ⟶ I2 ……………………………………………………….(i)
বিজারণ অর্ধবিক্রিয়াঃ MnO4– + 5e– + 8H+ ⟶ Mn2+ + 4H2O ……………………(ii)
সমীকরণ (i) কে 5 দ্বারা এবং (ii) কে 2 দ্বারা গুণ করে যোগ করি –
10I– – 10e– ⟶ 5I2
2MnO4– + 10e– + 16H+ ⟶ 2Mn2+ + 8H2O
………………………………………………………………………………………………………………….
10I– + 2MnO4– + 14H+ ⟶ 5I2 + 2Mn2+ + 8H2O
প্রয়োজনীয় দর্শক আয়ন যুক্ত করে পাই,
10KI + KMnO4 + 8H2SO4 ⟶ 5I2 + 6K2SO4 + 2MnSO4
+ 8H2O
ইহাই নির্ণেয় সমাতকৃত সমীকরণ ।