প্রশ্ন: প্রোপিন হতে প্রোপানল এবং প্রোপানল হতে প্রোপিন প্রস্তুতি ব্যাখ্যা কর।
প্রোপিনের সাথে HBr যুক্ত হয়ে ব্রোমো প্রোপেন উৎপন্ন হয়। উৎপন্ন ব্রোমো প্রোপেন জলীয় KOH এর সাথে বিক্রিয়া করে প্রোপানল প্রস্তুত করে।
CH3-CH=CH2 + HBr → CH3-CH2-CH2-Br
CH3-CH2-CH2-Br + KOH(aq) → CH3-CH2-CH2-OH
প্রোপানল হতে প্রোপিন প্রস্তুতি:
প্রোপানলকে গাঢ় H2SO4 দ্বারা বিক্রিয়া করালে পানি নিরুদিত হয়ে প্রোপিন প্রস্তুত করে।
$$CH_3-CH_2-CH_2-OH\;+\;H_2SO_4\;\xrightarrow\triangle CH_3-CH_2=CH_2\;+ \;H_2O$$