প্রশ্ন: ইথাইন থেকে ইথানল এবং ইথানল থেকে ইথাইন প্রস্তুতি ব্যাখ্যা কর।
ইথাইন থেকে ইথানল প্রস্তুতি: ইথাইনকে প্রথমে নিকেল প্রভাবকের হাইড্রোজেনের সাথে 180°C – 200°C তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়।
$$CH\equiv CH+2H_2\xrightarrow[{180-200^0C}]{Ni}CH_3-CH_3$$
উৎপন্ন ইথেনকে অতিবেগুনি (UV) আলোর উপস্থিতিতে ক্লোরিন মিশ্রিত করলে ইথাইল ক্লোরাইড ও হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়।
$$CH_3-CH_3+2Cl_2\xrightarrow{UV}\;CH_3-CH_2Cl\;+\;HCl$$
অতঃপর ইথাইল ক্লোরাইডকে অ্যালকোহলীয় দ্রবণসহ সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে ইথিন, সোডিয়াম ক্লোরাইড এবং পানিউৎপন্ন হয়।
$$CH_3-CH_2Cl+NaOH\xrightarrow\triangle CH_2=CH_2\;+NaCl\;+H_2O$$
ইথানল থেকে ইথাইন প্রস্তুতি:
ইথানলকে গাঢ় H2SO4 (সালফিউরিক এসিড) সহ উত্তপ্ত করলে ইথিন ও পানি উৎপন্ন হয়।
$$CH_3-CH_2OH\;+\;H_2SO_4\;\xrightarrow\triangle CH_2=CH_2\;+H_2O$$
উৎপন্ন ইথিনকে কার্বন টেট্রাক্লোরাইড (CCl4) এর উপস্থিতিতে Br2 এর সাথে বিক্রিয়া করালে 1, 2-ডাইব্রোমো ইথেন পাওয়া যায়।
$$CH_2=CH_2\;+\;Br_2\;\xrightarrow{CCl_4}\;CH_2(Br)-CH_2(Br)$$
অতঃপর প্রাপ্ত 1,2-ডাইব্রোমো ইথেনকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড (KOH) সহ উত্তপ্ত করলে ইথাইন পাওয়া যায়।
$$CH_2(Br)-CH_2(Br)\;+\;KOH(alc)\;\xrightarrow\triangle CH\equiv CH\;+KBr\;+\;H_O$$
এটিই ইথাইল অ্যালকোহল তথা ইথানল এবং ইথাইনের পারস্পরিকরূপান্তর সম্ভব।