প্রোপাইল ব্রোমাইড থেকে প্রোপিলিন গ্লাইকল প্রস্তুতি

প্রশ্ন: প্রোপাইল ব্রোমাইড থেকে প্রোপিলিন গ্লাইকল প্রস্তুতি ব্যাখ্যা কর।

প্রোপাইল ব্রোমাইড বা ব্রোমোপ্রোপেন (CH3-CH2-CH2Br) এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ যোগ করে প্রস্তুতকৃত দ্রবণকে উত্তপ্ত করলে প্রোপানল এবং সোডিয়াম ব্রোমাইড (NaBr) উৎপন্ন হয়।

$$CH_3-CH_2-CH_2-Br\;+\;NaOH(aq)\;\xrightarrow\triangle\;CH_3-CH_2-CH_2-OH\;+\;NaBr$$

উৎপন্ন প্রোপানলকে গাঢ় H2SO4 দ্বারা বিক্রিয়া করালে পানি নিরুদিত হয়ে প্রোপিন প্রস্তুত করে।

$$CH_3-CH_2-CH_2-Br\;+\;H_2SO_4(conc)\;\xrightarrow\triangle\;CH_3-CH=CH_2\;+\;H_2O$$

অতঃপর উৎপন্ন প্রোপিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বর্ণের দ্রবণ এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় যে জায়মান অক্সিজেন উৎপন্ন হয় সেই জায়মান অক্সিজেন এবং দ্রবণের পানি প্রোপিনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করে।

$$CH_3-CH=CH_2\;+\;H_2O(l)\;+[O]\;\xrightarrow[{KMno_4}]{KOH}\;CH_3-CH(OH)-CH_2(OH)$$

অর্থাৎ উপরোক্ত বিক্রিয়ায় সংশ্লিষ্ট ধাপসমূহ প্রয়োগ করলে, হ্যালো অ্যালকেন থেকে গ্লাইকল উৎপন্ন করা সম্ভব।

Leave a Reply