প্রোপানল হতে প্রোপিন এবং বিউটানয়িক এসিড প্রস্তুতি

প্রশ্ন: প্রোপানল হতে প্রোপিন এবং বিউটানয়িক এসিড ব্যাখ্যা কর

প্রোপানল হতে প্রোপিন প্রস্তুতি: প্রোপানল এর সাথে 175-180 0C তাপমাত্রায় H2SO4 এর বিক্রিয়ায় করে প্রোপিন উৎপন্ন হয়।

$$CH_3-CH_2-CH_2-OH\;+\;H_2SO_4(conc)\;\xrightarrow{170-180^0C}\;CH_3-CH=CH_2\;+\;H_2O$$

প্রোপানল হতে বিউটানয়িক এসিড প্রস্তুতি:

প্রোপানল হ্যালোজেন এর সাথে বিক্রিয়া করে প্রোপাইল হ্যালাইড উৎপন্ন করে। KCN এর সাথে বিক্রিয়া করে বিউটাইল নাইট্রাইল তৈরি করে । LiAIH4 দ্বারা বিজারিত হয়ে বিউটাইল অ্যামিন তৈরি করে। NaNO2 এবং HCl দ্বারা জারিত হয়ে বিউটানল তৈরি করে। শক্তিশালী জারক K2Cr2O7 ও H2SO4 দ্বারা জারিত হয়ে বিউটানল প্রথমে বিউটান্যাল ও পরে আবার জারিত হয়ে বিউটানয়িক এসিড উৎপন্ন করে।

$$CH_3-CH_2-CH_2-OH\;\xrightarrow{Red phosphorus, I_2}\;CH_3-CH_2-CH_2-I\;+\;H_2O$$

$$CH_3-CH_2-CH_2-I\;\xrightarrow{KCN}\;CH_3-CH_2-CH_2-CN\;+\;KI$$

$$CH_3-CH_2-CH_2-CN\;\xrightarrow{LiAlH_4}\;CH_3-CH_2-CH_2-CH_2-NH_2$$

$$CH_3-CH_2-CH_2-CH_2-NH_2\;\xrightarrow[{NaNO_2}]{HCl}\;CH_3-CH_2-CH_2-CH_2-OH$$

$$CH_3-CH_2-CH_2-CH_2OH+[O]\;\xrightarrow[{H_2SO_4}]{K_2Cr_2O_7}\;CH_3-CH_2-CH_2-CHO+\;H_2O$$

$$CH_3-CH_2-CH_2-CH_2-CHO+[O]\;\xrightarrow[{H_2SO_4}]{K_2Cr_2O_7}\;CH_3-CH_2-CH_2-COOH+\;H_2O$$

Leave a Reply