প্রশ্ন: বিউটানয়িক এসিড হতে বিউটিন প্রস্তুতি ব্যাখ্যা কর।
প্রথমে বিউটানয়িক এসিডকে LiAlH4 দ্বারা বিজারিত করলে বিউটান্যাল উৎপন্ন হয়। উৎপন্ন বিউটান্যালকে পুনরায় বিজারিত করলে বিউটানল উৎপন্ন হয়। উৎপন্ন বিউটানলকে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করলে (নিরুদন প্রক্রিয়ায় নিচের বিক্রিয়াটি লক্ষ বিউটানল হতে অণু পানি অপসারিত হয়ে) বিউটিন তথা অ্যালকিনউৎপন্ন হয়।
$$CH_3-CH_2-CH_2-COOH+[H]\;\xrightarrow{LiAlH_4}\;CH_3-CH_2-CH_2-CHO$$
$$CH_3-CH_2-CH_2-CHO+[H]\;\xrightarrow{LiAlH_4}\;CH_3-CH_2-CH_2-CH_2-OH$$
$$CH_3-CH_2-CH_2-CH_2OH+\;H_2SO_4\;\xrightarrow{170-180^0C}\;CH_3-CH_2-CH=CH_2+\;H_2O$$