ডিটারজেন্ট প্রস্তুতির বিক্রিয়া ও ব্যাখ্যা

প্রশ্ন: ডিটারজেন্ট প্রস্তুতি বিক্রিয়া সহ ব্যাখ্যা কর।

লাইল অ্যালকোহলের (C12H26O) সাথে সালফিউরিক এসিড (H2SO4) বিক্রিয়া করে লাইল হাইড্রোজেন সালফেট (C12H26SO4) এবং পানি উৎপন্ন করে। এই লরাইল হাইড্রোজেন সালফেট (C12H26SO4) এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) বিক্রিয়া করে সোডিয়াম লরাইল সালফেট (C12H25SO4Na) এবং পানি (H2O) উৎপন্ন হয়।  সোডিয়াম লরাইল সালফেট (C12H25SO4Na) ডিটারজেন্ট নামে পরিচিত।

C12H26O  +  H2SO4  →  C12H26SO4  +  H2O

C12H26SO+  NaOH   →  C12H25SO4Na + H2O

ডিটারজেন্টকে পাউডার আকৃতির করার জন্য সোডিয়াম সালফেট (Na2SO4) যোগ করা হয়।

Leave a Reply