প্রশ্ন: মিথেনের ক্লোরিনের বিক্রিয়া ব্যাখ্যা কর।
মিথেনের সাথে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়ায় যথাক্রমে মিথাইল ক্লোরাইড (CH3Cl), ডাইক্লোরো মিথেন (CH2Cl2), ট্রাইক্লোরো মিথেন (CHCl3) ও সবশেষে টেট্রাক্লোরো, মিথেন CCl4 উৎপন্ন হয়।
সংঘটিত বিক্রিয়াসমূহ নিম্নরূপ :
$$CH_4\;+\;Cl_2\;\xrightarrow{UV}\;CH_3Cl\;+\;HCl$$
$$CH_3Cl\;+\;Cl_2\;\xrightarrow{UV}\;CH_2Cl\;+\;HCl$$
$$CH_2Cl\;+\;Cl_2\;\xrightarrow{UV}\;CHCl\;+\;HCl$$
$$CHCl\;+\;Cl_2\;\xrightarrow{UV}\;CCl_4\;+\;HCl$$
এই বিক্রিয়ার উৎপাদ মিথাইল ক্লোরাইড (CH3Cl) শিল্পক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক দ্রব্য (অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব এসিড প্রভৃতি) প্রস্তুতিতে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করা হয়। ডাইক্লোরো মিথেনকে (CH2Cl2 রং শিল্পে দ্রাবক হিসেবে, ট্রাইক্লোরো মিথেন (CHCl3) বা ক্লেরোফরমকে চেতনানাশক হিসেবে এবং টেট্রাক্লোরো মিথেনকে (CCl4) ড্রাইওয়াশ করতে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়।