প্রশ্ন: বিউটাইল ক্লোরাইড হতে বিউটেন, বিউটিন ও বিউটানয়িক এসিড প্রস্তুতি ব্যাখ্যা কর।
বিউটাইল ক্লোরাইড হতে বিউটেন: জিংক ধাতু ও HCl এসিডের মিশ্রণ হতে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিউটাইল ক্লোরাইড কে বিজারিত করলে বিউটেন উৎপন্ন হয়।
$$CH_3-CH_2-CH_2-CH_2Cl\;+\;Cl_2\;\xrightarrow{Zn.HCl}\;CH_3-CH_2-CH_2-CH_3\;+\;HCl$$
বিউটাইল ক্লোরাইড হতে বিউটিন: বিউটাইল ক্লোরাইড এর সাথে অ্যালকোহলীয় NaOH এর দ্রবণকে উত্তপ্ত করলে বিউটিন উৎপন্ন হয়।
$$CH_3-CH_2-CH_2-CH_2Cl\;+\;NaOH(alc)\;\xrightarrow\;CH_3-CH_2-CH=CH_2\;+\;NaCl$$
বিউটাইল ক্লোরাইড হতে বিউটানয়িক এসিড: বিউটাইল ক্লোরাইড NaOH এর জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে বিউটানল উৎপন্ন করে। উৎপন্ন বিউটানলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে বিউটান্যাল এবং পুনরায় জারিত করলে বিউটানয়িক এসিডে পরিণত হয়।
$$CH_3-CH_2-CH_2-CH_2Cl\;+\;NaOH(aq)\;\xrightarrow\;CH_3-CH_2-CH_2-CH_2OH\;+\;NaCl$$
$$CH_3-CH_2-CH_2-CH_2OH+[O]\;\xrightarrow[{H_2SO_4}]{K_2Cr_2O_7}\;CH_3-CH_2-CH_2-CHO+\;H_2O$$
$$CH_3-CH_2-CH_2-CHO+[O]\;\xrightarrow[{H_2SO_4}]{K_2Cr_2O_7}\;CH_3-CH_2-CH_2-COOH$$