ব্রোমিন দ্রবণ ও বেয়ার দ্রবণ পরীক্ষার(ইথেন, ইথিন এবং ইথাইনের পার্থক্য করণ) বিস্তারিত

প্রশ্ন: ইথিন এবং ইথাইনের পৃথকীকরণ বিক্রিয়া সহ বিশ্লেষণ কর

ইথিন এবং ইথাইনের পৃথকীকরণের ক্ষেত্রে, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণকে বিকারক হিসেবে ব্যবহার করা যায়। কারণ, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে ইথিন গ্যাস চালনা করলে কোনো অধঃক্ষেপ পড়ে না। কিন্তু ইথাইন গ্যাস চালনা করলে সিলভার ইথাইনাইড (সিলভার অ্যাসিটিলাইড) এর সাদা অধঃক্ষেপ পড়ে। এই পরীক্ষা দ্বারা যৌগকে ইথিন এবং ইথাইনের পৃথকীকরণ নিশ্চিত করা যায়।

CH2 = CH2(g) + Ag[(NH3)2]NO3 → কোনো অধঃক্ষেপ পড়ে না।

CH ≡ CH(g) + 2Ag[(NH3)2]NO3 → Ag – C C- Ag  +  NH4NO3  +  NH3

প্রশ্ন: ইথেন এবং ইথিন বা ইথাইনের শনাক্তকরণ বিক্রিয়া সহ বিশ্লেষণ কর

যে সকল হাইড্রোকার্বনে কমপক্ষে একটি কার্বন-কার্বন দ্বি অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।

a. ব্রোমিন দ্রবণ পরীক্ষা : ইথিন ও ইথাইনের মধ্যে CCl4 ও লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করে ঝাঁকালে, ইথিন ও ইথাইনের লাল বর্ণের ব্রোমিনের দ্রবণেরর সাথে বিক্রিয়া করে 1, 2-ডাইব্রোমো ইথেন এবং 1, 2-ট্রেটাব্রোমো ইথেন প্রস্তুত করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়। এই বিক্রিয়ার মাধ্যমে ইথিন এবং ইথাইনের অসম্পৃক্ততা প্রমাণিত হয়।

$$CH_2=CH_2(g)\;+\;Br_2(aq)\;\xrightarrow{CCl_4}\;CH_2Br-CH_2Br(aq)\;$$

$$CH≡ CH(g)\;+\;2Br_2(aq)\;\xrightarrow{CCl_4}\;CH(Br_2)-CH(Br_2)(aq)\;$$

b) বেয়ার পরীক্ষা : ইথিন ও ইথাইনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4) এর গোলাপী বর্ণের দ্রবণ এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সহযোগে ইথিলিন গ্লাইকল ও পটাশিয়াম ইথানয়েড উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ দূরীভূত হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। সুতরাং এই বিক্রিয়ার মাধ্যমেও ইথিনে ও ইথাইনের অসম্পৃক্ততা প্রমাণিত হয়। এই বিক্রিয়ায় প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় উৎপন্ন জায়মান অক্সিজেন এবং দ্রবণের পানি ইথিন ও ইথাইনের সাথে বিক্রিয়ায় ইথিলিন গ্লাইকল ও পটাশিয়াম ইথানয়েড উৎপন্ন করে।

$$CH_2=CH_2(g)+H_2O(l)+[O]\xrightarrow[{H_2SO_4}]{K_2Cr_2O_7}CH_2OH-CH_2OH$$

$$CH_2≡CH_2(g)+H_2O(l)+[O]\xrightarrow[{H_2SO_4}]{K_2Cr_2O_7}CH_3-COOK$$

পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের বিক্রিয়ায় বাদামী বর্ণের কঠিন ম্যাঙ্গানিজ(IV) অক্সাইড অধঃক্ষিপ্ত হচ্ছে।

c) অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড ও অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ শনাক্তকরণ পরীক্ষা : অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড (Cu(NH3)2Cl) দ্রবণের সাথে ইথিনের বিক্রিয়ায় কোনো রকম অধঃক্ষেপ পড়ে না। কিন্তু, কার্বন-কার্বন ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন যৌগের সাথে বিক্রিয়ায় কিউপ্রাস অ্যালকানাইডের অধঃক্ষেপ পড়ে।

CH2 = CH2 + Cu[(NH3)2]Cl → কোনো অধঃক্ষেপ তৈরি হয় না 

CH ≡ CH(g) + Cu[(NH3)2]Cl →   Cu-C≡C-Cu    +     NH4Cl   +   NH3

আবার, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট (Ag[(NH3)2]NO3) দ্রবণের সাথেও ইথিনের, বিক্রিয়ায় কোনো অধঃক্ষেপ উৎপন্ন হয় না অর্থাৎ, ইথিন এর দ্বি-বন্ধন ভাঙে না। কিন্তু, কার্বন-কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগের সাথে উক্ত দ্রবণের বিক্রিয়ায় সিলভার অ্যালকানাইডের সাদা অধঃক্ষেপ পড়ে।

CH2 = CH2 + Ag[(NH3)2]NO3→ কোনো অধঃক্ষেপ তৈরি হয় না 

CH ≡ CH(g) + 2Ag[(NH3)2]NO3 → Ag – C ≡ C – Ag     +      NH4NO3    +    NH3

অ্যালকেন শনাক্তকরণ: ইথেন কম সক্রিয় হওয়ায় Br2 দ্রবণের সাথে কোনো বিক্রিয়া দেয় না যা দেখে সহজেই অ্যালকেন সনাক্ত করা যায়।

CH3 – CH3 + Br2 → কোনো অধঃক্ষেপ তৈরি হয় না 

                                                

                                         

Leave a Reply