ইথিন থেকে ইথানোয়িক এসিড প্রস্তুতি

প্রশ্ন: ইথিন থেকে ইথানোয়িক এসিড প্রস্তুতি ব্যাখ্যা কর।

H2O2 এর উপস্থিতিতে ইথিনের সাথে HBr এর বিক্রিয়ায় ব্রোমো ইথন উৎপন্ন হয়।

$$CH_2=CH_2\;+\;HBr\;\xrightarrow{H_2O_2}\;CH_3-CH_2Br\;$$

ব্রোমো ইথেন জলীয় NaOH এর বিক্রিয়ায় ইথানল উৎপন্ন হয়।

$$CH_3-CH_2Br\;+\;NaOH_{(aq)}\;\rightarrow\;CH_3-CH_2-OH\;+\;NaCl$$

ইথানলকে ক্রোমিক এসিড (K2Cr2O7 + H2SO4) দ্বারা জারণ করলে ইথান্যাল উৎপন্ন হয়।

$$CH_3-CH_2-CH-OH+[O]\xrightarrow[{H_2SO_4}]{K_2Cr_2O_7}CH_3-CH_2-CHO$$

ইথান্যালকে শক্তিশালী জারক ক্রোমিক এসিড (K2Cr2O7 + H2SO4)দ্বারা জারিত করলে ইনোয়িক এসিড উৎপন্ন হয়।

$$CH_3-CH_2-CHO+[O]\xrightarrow[{H_2SO_4}]{K_2Cr_2O_7}CH_3-CH_2-COOH$$

Leave a Reply