ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া ও বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কৌশলের বিস্তারিত

ড্রাই সেল (কোষ) এক ধরনের গ্যালভানিক কোষ। ড্রাই সেলের মাধ্যমে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। আমরা সাধারণত টর্চলাইট জ্বালাতে, রেডিও বাজাতে, টিভির রিমোট চালাতে, খেলনা চালাতে ড্রাই সেল ব্যবহার করি। ড্রাই সেলও অ্যানোড এবং ক্যাথোড দ্বারা গঠিত।

ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া ও বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কৌশল:

ড্রাই সেলে অ্যানোড হিসেবে সাধারণত ধাতব জিংকের(Zn) কৌটা ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড

(MnO2), অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4Cl), জিংক ক্লোরাইড (ZnCl2) ও পাতিত পানি মিশ্ৰিত করে প্রস্তুতকৃত কাই (paste) দ্বারা জিংকের তৈরি ছোট কৌটা পূর্ণ করা হয়। এরপর জিংকের কৌটাটির মাঝখানে একটি কার্বন (গ্রাফাইট) দণ্ড প্রবেশ করানো হয়। কার্বন দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে।

চিত্র : ড্রাই সেল

কোনো বাল্ব বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্বক তারের যে কোন একটি তার, ড্রাই সেলের জিংক কৌটার সাথে এবং অন্যটি কার্বন দণ্ডের সাথে যুক্ত করা হয়। তখন ড্রাই সেলের অ্যানোডের জিংক 2টি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ এ পরিণত হয়। অ্যানোডে উৎপন্ন ২টি ইলেকট্রন তারের মধ্য দিয়ে কার্বন দণ্ডে চলে আসে এবং কার্বন দণ্ডের ২টি ইলেকট্রন অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত অ্যামোনিয়াম আয়ন (NH4+) এবং ম্যাঙ্গানিজ ডাই- অক্সাইড (MnO2) গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস (NH3), ডাই ম্যাঙ্গানিজ ট্রাই-অক্সাইড(Mn2O3) উৎপন্ন করে।

অ্যানোডে বিক্রিয়া: Zn  Zn2+ + 2e

ক্যাথোডে বিক্রিয়া: 2NH4+ + 2MnO2 + 2e 2NH3 + Mn2O3 + H2O

সামগ্রিক কোষ বিক্রিয়া: Zn + 2NH4+ + 2MnO2  Zn2+ + 2NH3 + Mn2O3 + H2O

তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ:

১. প্রাচীনকাল থেকেই তড়িৎ বিশ্লেষণ কৌশল ব্যবহার করে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ ব্যবহার করা হতো।

২.তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন, মূল্যবান রাসায়নিক পদার্থের উৎপাদন, বিদ্যুৎ শক্তির উৎপাদন, পদার্থের বিশুদ্ধকরণ ইত্যাদি করা হয়।

৩. হাইড্রোজেন ফুয়েল সেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এতে অ্যানোডে হাইড্রোজেন অণু জারিত হয় আর ক্যাথোডে অক্সিজেন অণু বিজারিত হয়ে পানি উৎপাদন করে। ফলে কোষে ইলেকট্রন অ্যানোড হতে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহিত হয়। এই বিদ্যুতের সাহায্যে গাড়ি পর্যন্ত চলতে পারে।

৪. ডায়াবেটিক রোগীর রক্তের Glucose এর পরিমাণ নির্ণয় করার জন্য তড়িৎ বিশ্লেষণ কৌশল ব্যাবহার করা হয়

Leave a Reply