ডেনিয়েল সেলের গঠন ও ক্রিয়াকৌলের বিস্তারিত

ডেনিয়েল সেলের গঠন ও ক্রিয়াকৌশল নিম্নে বর্ণনা করা হলো-

গঠন (Construction): একটি বিকারে ZnSO4 দ্রবণ নিয়ে একটি জিংক (Zn) ধাতুর পাতকে ঐ দ্রবণে আংশিক ডুবিয়ে রাখা হয় যা ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড । আর একটি বিকারে CuSO4 দ্রবণ নিয়ে তার মধ্যে Cu ধাতুর একটি পাতকে আংশিক ডুবিয়ে রাখা হয় যা ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড বলা হয়। অতঃপর দুইটি বিকারের দ্রবণদ্বয়কে KCl দ্রবণ পূর্ণ সল্ট ব্রিজের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়।

ক্রিয়াকৌশল (Mechanism): জিংক দণ্ড হতে জিংক দু’টি ইলেকট্রন দান করে Zn2+ আয়ন হিসাবে  দ্রবীভূত হয় জিংক দন্ডে ইলেকট্রন বৃদ্ধি পায় এজন্য জিংক দণ্ড ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসেবে কাজ করবে।

এ সময়ে নিম্নোক্ত বিক্রিয়াসমূহ সংঘটিত হয়-

Zn(s) →  Zn2+(aq) + 2e (জারণ) ………………………………………….(i)

ইলেকট্রনদ্বয় তার দিয়ে কপার দণ্ডের দিকে যায় এবং বিকারের সালফেট দ্রবণের Cu2+ আয়ন এ দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার হিসেবে দণ্ডের গায়ে লেগে যায়। এজন্য কপার দণ্ড ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করবে।

Cu2+(aq) + 2e →   Cu(s) (বিজারণ) ………………………………………….(ii)

(i) +(ii) করে –

Zn(s) + Cu2+(aq)  → Zn2+(aq) + Cu(s)

এই রাসায়নিক বিক্রিয়ার ফলে ইলেকট্রন মুক্ত হয়ে চলাচলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। এক্ষেত্রে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে ঘটে।এই বিক্রিয়ার শক্তিই বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত

Leave a Reply