কোষে লবণ সেতুর ভূমিকার বিস্তারিত

লবণ সেতু কী? তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন?

কোষে লবণ সেতুর ভূমিকা কী?

লবণ সেতু (Salt bridge) : দুইটি তড়িৎদ্বারের মাঝে পরোক্ষ সংযোগ স্থাপনের জন্য তীব্র তড়িৎবিশ্লেষ্য লবণ (NaCl, Na2SO4, NaNO3 KCl, NH4Cl প্রভৃতি) এর 0.1 M ঘনমাত্রার দ্রবণপূর্ণ যে বাঁকা কাচ নল [উল্টা U আকৃতি] ব্যবহার করা হয়, তাকে লবণ সেতু বলে। লবণ সেতুর দুই মুখে তুলা দ্বারা ভর্তি থাকে।

লবণ সেতুর গুরুত্ব :

১. দুইটি তড়িৎদ্বারের মাঝে পরোক্ষ সংযোগ স্থাপনকরে।

. প্রতিটি তড়িৎদ্বারে বিপরীত আয়নের ঘাটতি পূরণ করে।

৩. দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে।

চিত্র:গ্যালভানিক কোষ

লবণ সেতুর বৈশিষ্ট্য :

১. লবণ সেতুতে রাখা তড়িৎবিশ্লেষ্যের ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান (বা প্রায় সমান) হবে।

২. গ্যালভানিক কোষ রিডক্স বিক্রিয়া দেয়- ব্যাখ্যা করো।

২. তড়িৎবিশ্লেষ্যটি কোষের দ্রবণ দুটির সঙ্গে কোনো বিক্রিয়া করবে না। যেমন: ডেনিয়েল কোষের (উপরের চিত্রে) অ্যানোডের জিংক ক্ষয়প্রাপ্ত হয়ে Zn2+ দ্রবণে চলে আসায় Zn2+ আয়ন এর আধিক্য দেখা যায়, তখন লবণ সেতু হতে বিপরীত আয়ন (SO42- , NO3 , Cl) এসে চার্জের সমতাবিধান করে জিংকের ক্ষয় অব্যাহত রাখে। অন্যদিকে, উক্ত কোষের ক্যাথোডে দ্রবণ হতে Cu2+ দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার দণ্ডে জমা হয়, এর ফলে দ্রবণে ধনাত্মক আয়নের ঘাটতি দেখা যায়; লবণ সেতু বিপরীত আয়ন (K+ , Na+) সরবরাহ করে চার্জের সমতাবিধান করে ক্যাথোডে Cu2+ এর জমা হওয়ার প্রক্রিয়াকে অব্যাহত রাখে।

৩. সর্বোপরি লবণ সেতু কোষের বর্তনীপূর্ণ করে তড়িৎপ্রবাহ অক্ষুণ্ণ রাখে।

Leave a Reply