কপার বিশুদ্ধকরণের বিস্তারিত

৩. কপার বিশুদ্ধকরণ (Refining of copper) ব্যাখ্যা কর।

তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বিভিন্ন ধাতব পদার্থকে (যেমন, স্বর্ণ, রৌপ্য, তামা, দস্তা ইত্যাদি) বিশোধন করা যায়। এদের মধ্যে বৈদ্যুতিক কাজে তামার ব্যবহার অত্যন্ত ব্যাপক। এজন্য অতি বিশুদ্ধ তামার প্রয়োজন।

তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অবিশুদ্ধ তামাকে বিশুদ্ধ তামায় পরিণত করা যায়। এক্ষেত্রে তড়িৎ কোষের ক্যাথোডে বিশুদ্ধ তামার পাত এবং অ্যানোডে অবিশুদ্ধ তামার শীট ব্যবহার করা হয়। অতঃপর তড়িৎ কোষে লঘু H2SO4 মিশ্রিত CuSO4 দ্রবণ নিয়ে তড়িৎপ্রবাহ চালনা করলে অ্যানোড থেকে তামা এবং অন্যান্য ধাতু (দস্তা, লৌহ প্রভৃতি) জারিত হয়ে আয়ন হিসেবে দ্রবণে চলে আসে। এদের মধ্যে Cu2+ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় এবং ক্যাথোডের সংস্পর্শে পৌছামাত্র ইলেকট্রন গ্রহণ করে (বিজারণ) ক্যাথোডের গায়ে জমা হয়।

বিক্রিয়া : CuSO4 Cu2+ + SO42-

অ্যানোডে জারণ : Cu → Cu2+

ক্যাথোডে বিজারণ : Cu2+ + 2e → Cu (বিশুদ্ধ)

Leave a Reply