৪. তড়িৎপ্রলেপন (Electroplating) ব্যাখ্যা কর।
তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো ধাতুর ওপর অন্য কোনো ধাতুর আবরণ দেয়ার প্রক্রিয়াকে তড়িৎপ্রলেপন (electroplating) বলে।
বাতাসের অক্সিজেন বা জলীয়বাষ্পের সাথে ক্রিয়াশীল ধাতুর তৈরি সামগ্রী অথবা অপেক্ষাকৃত সস্তা ও ক্ষয়যোগ্য ধাতু তৈরি সামগ্রীর ওপর এ প্রক্রিয়ার সাহায্যে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেয়া হয়। নিষ্ক্রিয় পদার্থের প্রলেপের ফলে বস্তুটির সৌন্দর্য বৃদ্ধি পায় এবং স্থায়ীত্ব লাভ করে।
যে ধাতুর দ্বারা প্রলেপ দিতে হয় তার লবণের দ্রবণে একই ধাতুর দণ্ড অ্যানোড হিসেবে ব্যবহার করতে হয়। যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে তাকে ঐ দ্রবণে ডুবিয়ে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করে তড়িৎ প্রবাহ চালাতে হয়। ফলে দ্রবণের ধাতব ক্যাটায়ন ক্যাথোডের সংস্পর্শে গিয়ে ক্যাথোডের গায়ে জমা হয়ে প্রলেপ সৃষ্টি করে। দ্রবণের সাম্যতা রক্ষার জন্য অ্যানোড থেকে সমপরিমাণ ধাতব অণু জারিত হয়ে আয়ন হিসেবে দ্রবণে আসে। এভাবে তড়িৎপ্রলেপন প্রক্রিয়া চলাকালে দ্রবণে ক্যাটায়নে ঘনমাত্রা স্থির থাকে।
উদাহরণস্বরূপ, লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দেয়া হয়। এ জন্য তড়িৎ কোষে লঘু H2SO4 মিশ্রিত NiSO4 দ্রবণ নিয়ে তাতে নিকেল দণ্ডকে অ্যানোড এবং লোহার চামচকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়।
বিক্রিয়া : NiSO4 → Ni2+ + SO42-
অ্যানোডে জারণ : Ni – 2e → Ni2+
ক্যাথোডে বিজারণ : Ni2+ + 2e → Ni (প্ৰলেপ)