গলিত NaCl লবণের তড়িৎ বিশ্লেষণের বিস্তারিত

গলিত NaCl লবণের তড়িৎ বিশ্লেষণ :

তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি ধাতব পাত নিমজ্জিত করে ধাতব তারের সাহায্যে সংযুক্ত করে বর্তনী গঠন করা হয়। যে তড়িৎদ্বারটিকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা তাকে অ্যানোড এবং যে তড়িৎদ্বারটিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয় তাকে ক্যাথোড বলে। সোডিয়াম ক্লোরাইড (NaCl) একটি তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ।

গলিত অবস্থায় NaCl এর অণুগুলো বিয়োজিত হয়ে Na+ এবং Cl আয়ন উৎপন্ন করে। এখন গলিত NaCl -এর মধ্যে প্লাটিনাম ক্যাথোড এবং গ্রাফাইটের তৈরি অ্যানোডের সাহায্যে তড়িৎ চালনা করলে Na+ আয়নগুলো ক্যাথোডে যায় এবং প্রত্যেকটি একটি করে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু (Na) তে পরিণত হয়। Cl  আয়নগুলো অ্যানোডের দিকে এবং প্রত্যেকটি একটি করে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। দুটি ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন অণু (Cl2) গঠন করে।

এভাবে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ধাতব Na

এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস (Cl2) পাওয়া যায়।

NaCl(aq) Na+(aq) + 2Cl(aq)

ক্যাথোডে বিক্রিয়া (বিজারণ) : Na+ + e–   Na

অ্যানোডে বিক্রিয়া (জারণ) : 2Cl→ Cl2 + 2e

Leave a Reply