রাজঅম্ল বা 1mol গাঢ় HNO3 এসিড ও 3 mol গাঢ় HCl এসিডের মিশ্রণে স্বর্ণ (Au) দ্রবীভূত হয়ে ক্লোরো অরিক এসিড (HAuCl4) উৎপন্ন করে। স্বর্ণের সাথে জায়মান Cl-পরমাণু যুক্ত হয়ে প্রথমে অরিক ক্লোরাইড (AuCl3) উৎপন্ন করে এবং পরে HCl এর সাথে যুক্ত হয়ে ক্লোরো অরিক এসিড (HAuCl4) তৈরি করে ।
3HC1 + HNO3 → 2H2O + NOCl(নাইট্রোসিল ক্লোরাইড) + 2 [Cl] ………. × 3
2Au + 6 [Cl] → 2AuCl3
2 AuCl3 + 2HCl → 2HAuCl4