ধাতুর সক্রিয়তা সিরিজ (Reactivity Series of Metals)
ধাতুসমূহের জারণ-বিজারণ প্রবণতার তুলনা বা আপেক্ষিক সক্রিয়তা সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য এবং তড়িৎকোষের অ্যানোড ও ক্যাথোড নির্বাচনের সুবিধার্থে বিভিন্ন ধাতুর বিজারণ বিভবের মানসমূহকে ক্রম বৃদ্ধি অনুসারে সারিবদ্ধ করা হয়েছে। ধাতুর আয়নসমূহের বিজারণ প্রবণতার এ সারিকে ধাতুসমূহের প্রমাণ বিজারণ বিভব (25°C)বা, তড়িৎ রাসায়নিক সিরিজ বা ধাতুর সক্রিয়তা সিরিজ বলা হয়।

জেনে রাখো :
(১) প্রতিটি তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান হলো প্রমাণ H তড়িৎদ্বারের সাপেক্ষে নির্ণীত মান। প্রতিটি তড়িৎদ্বারকে H তড়িৎদ্বারের সাথে যুক্ত করে একটি পূর্ণ তড়িৎ কোষ গঠন করা হয়। ঐ পূর্ণ কোষে প্ৰমাণ H তড়িৎদ্বারের বিভব শূন্য ধরে কোনটির যে emf পাওয়া যায়, সেটি হলো ঐ তড়িৎদ্বার বা অর্ধকোষের প্রমাণ বিজারণ বিভাবের মান।
(১) কোনো তড়িৎদ্বারের বিজারণ বিভব মান যতো হয়; ঐ তড়িৎদ্বারের জারণ বিভব মান সংখ্যাগত ততো হয়। তবে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বিপরীত হয়। যেমন: কপার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব Cu2+/Cu হলো + 0.34 V; তাই এর প্রমাণ জারণ বিভব (Cu/Cu2+) হলো – -0.34V1
(৩) যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান যত বেশি ঋণাত্মক তার প্রমাণ জারণ বিভবের মান তত বেশি ধনাত্মক। অর্থাৎ ঐ তড়িৎদ্বারে তত বেশি জারণ ক্রিয়া সম্পন্ন হয় এবং সে ধাতুর বিজারণ ক্ষমতাও তত বেশি।
(৪) শ্রেণির ওপর থেকে নিচের দিকে তড়িৎদ্বারসমূহের প্রমাণ বিজারণ বিভবের ঋণাত্মক মান ক্রমশ কমতে থাকে। অর্থাৎ ঐ সব তড়িৎদ্বারের ধাতুর জারিত হওয়ার প্রবণতা এবং তাদের বিজারণ ক্ষমতাও তত কমতে থাকে।
(৫) শ্রেণিতে বিজারক বলতে ধাতুগুলোকে এবং জারক বলতে তাদের ধনাত্মক আয়নকে বোঝায়।